ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

নচিকেতার কনসার্ট স্থগিত, যা জানালো আয়োজক প্রতিষ্ঠান

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ , ০৩:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনের ফলে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশজুড়ে চলছে কারফিউ। এমন পরিস্থিতিতে পূর্ব নির্ধারিত গানের কনসার্ট হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি প্রস্তুত আছেন। ঢাকায় আসবেন মঞ্চ মাতাতে। কিন্তু শেষ মুহূর্তে কনসার্টটি বাতিল করেছে আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানা।

বিজ্ঞাপন

সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২৬ জুলাই অনুষ্ঠিতব্য ‘নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার ভলিউম ২’ কনসার্টটি দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠিত হচ্ছে না। আশা করছি, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী ৬ সেপ্টেম্বর এটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে যারা টিকিট কেটেছেন, তারা এই টিকিট দিয়েই কনসার্টটি উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শুক্রবার (২৬ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে নচিকেতার কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |