• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

যাদের চোখের জলে শাফিনের শেষবিদায়

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩১ জুলাই ২০২৪, ১০:২২
ছবি: সংগৃহীত

শ্রাবণের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার (৩০ জুলাই) শেষবারের মতো প্রিয় শাফিন আহমেদকে দেখতে ছুটে এসেছিলেন সংগীতাঙ্গনের অনেকেই। এ সময় তারা কফিনে মোড়া নিথর দেহের ব্যান্ড তারকাকে দেখে অশ্রু সংবরণ করতে পারেননি। বারবার চোখ মুছেছেন।

এর আগে মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় শাফিনের মরদেহ নেওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে একে একে হাজির হন ব্যান্ড মাইলসের সব সদস্যরা।

এছাড়া অন্যান্যের মধ্যে ফোয়াদ নাসের বাবু, মাকসুদ, নকীব খান, পিলু খান, শুভ্র দেব, প্রিন্স মাহমুদ, শেখ মনিরুল আলম টিপু, কমল, ফেরদৌস বাপ্পী, কবির বকুল, লতিফুল ইসলাম শিবলী, আসিফ ইকবাল, শওকত আলী ইমন, পলাশ, আঁখি আলমগীর, কৌশিক হোসেন তাপস, শাহীন সামাদ, কানিজ সুবর্ণা, রমা, সুজন আরিফ, মুহিন, মিফতাহ জামান, সৈয়দ শহীদ, অদিত, জয় শাহরিয়ার, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া, প্রবর রিপন, রুবাবা দোলা মতিন, সাদিয়া আফরিন মল্লিক প্রমুখ আসেন শেষবিদায় জানাতে।

প্রসঙ্গত, গত ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্তরা হাসপাতালে শাফিন আহমেদ শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর চার দিন পর ২৯ জুলাই ঢাকায় তার মরদেহ আনা হয়। এরপরে উত্তরায় নিজ বাসভবনে রাখা হয়। পরে ৩০ জুলাই জোহরের নামাজের পর গুলশানের আজাদ মসজিতে শাফিনের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সবার শ্রদ্ধা নিবেদন শেষে তাকে বনানী কবরস্থানে বাবা সংগীতগুরু কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগমের পাশে সমাহিত করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাফিনকে নিয়ে হামিনের আবেগঘন বার্তা
বাবাকে কবরে শোয়াতে দেখে জ্ঞান হারান শাফিনপুত্র
বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শাফিন আহমেদ
শাফিন আহমেদের শেষ শ্রদ্ধা আজাদ মসজিদে