কোটা আন্দোলন

সরব হলেন জেমস-পার্থ

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ১০:২৩ পিএম


সরব হলেন জেমস-পার্থ

কোটা আন্দোলন নিয়ে উত্তাল সারাদেশ। রাস্তায় নেমেছে লাখো শিক্ষার্থী। এদিকে কোটা আন্দোলনরতদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন করেছেন চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীসহ ইউটিউবার ইনফ্লুয়েন্সারাসহ সংগীত শিল্পীরা। শুরুর দিকে চুপ থাকলেও এবার সেই নীরবতা ভাঙলেন দেশের জনপ্রিয় ব্যান্ডতারকা জেমস ও পার্থ বড়ুয়া।

বিজ্ঞাপন

সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও তাদের হত্যার প্রতিবাদে সোশ্যালে প্রোফাইল ও কাভার ফটো প্রায় সবাই লাল রং করেছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন সংগীতশিল্পী জেমস।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৫টায় ভেরিফায়েড ফেসবুক পেজ ‘নগরবাউল জেমস’ লাল রঙের মাঝে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি পোস্ট করেন।

বিজ্ঞাপন

এদিকে এর আগে একই সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, আর কিন্তু চুপ থাকা উচিত হবে না, মনে হচ্ছে।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে সংঘর্ষ, হত্যা, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা করে। শনিবার দুপুর ৩টায় দেশের বিভিন্ন ব্যান্ড, একক সঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকাররা এক হন। ‘গেট আপ স্ট্যান্ড আপ’র আয়োজনে ইভেন্টটি মূলত ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সঙ্গীতশিল্পীদের একটি শান্তিপূর্ণ সমাবেশ। সমাবেশ শেষে আন্দোলনে নিহত হওয়া ছাত্রসহ সবার জন্য মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

৫ হাজারের বেশি মানুষের জমায়েতটি রবীন্দ্র সরোবর থেকে দুপুর ৩টা ১৫ মিনিটের পরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে রওনা হয়। একই সাথে ঢাকার বাইরে যেসব মিউজিশিয়ান আছেন তারা নিজ নিজ জেলা/ উপজেলায় একইসময় এই ইভেন্টের সাথে একাত্মতা প্রকাশ করেন। শিল্পীরা বাংলা গানের সেই সব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করেছেন, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। যেনো শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয় এবং শক্তি অনুভব করে সেই কারণে বামবার ব্যান্ডসহ অন্যান্য সংগীতশিল্পীরা সবাই একসাথে আয়োজনে অংশ নেন।

বিজ্ঞাপন

এদিকে বামবার বর্তমান প্রেসিডেন্ট ও মাইলস'র হামিন আহমেদ বলেন, ছাত্রদের সাথে সংহতি জানিয়ে আমরা, বাংলাদেশের শিল্পীরা, তাদের জন্য দাঁড়াচ্ছি। আমরা চাই, আর কোন গুলি যেন না চলে, কেউ যেন গ্রেফতার না হয় আর যারা জীবন দিয়েছেন তাদের জন্য সুষ্ঠ তদন্তের ব্যবস্থা হয়।

বামবার প্রাক্তন প্রেসিডেন্ট, মাকসুদ ও ঢাকা ব্যান্ডের মাকসুদুল হক ছাত্রদের সাথে একাত্মতা সম্পর্কে বক্তব্য রাখেন ও গ্রেফতার হওয়া র‍্যাপার হান্নানের মুক্তি দাবি করেন। তিনি এর সাথে শিক্ষার্থীদের দমন নিপীড়ন বন্ধ রেখে সঠিক বিচার ব্যবস্থার দাবি রাখেন।

এই আয়োজনে অংশ নিয়েছেন সোলসের পার্থ বড়ুয়া, নাসিম আলি খান, ওয়ারফেজের শেখ মনিরুল আলম টিপু, সামির হাফিজ, শামস, আর্ক-এর হাসান, টিংকু, আর্টসেলের সাজু, জর্জ লিংকন, অর্ণব ও ফ্রেন্ডস-এর অর্ণব, বুনো, সংগীতশিল্পী ইকবাল আসিফ জুয়েল ও তুর্য, বাংলা সার্কাস ব্যান্ডের প্রবর রিপন, পেন্টাগন ব্যান্ডের সুমন ও মোরশেদ, সুরকার প্রিন্স মাহমুদ, লতিফুল ইসলাম শিবলী সঙ্গীতশিল্পী এলিটা করিম, সুজিত মোস্তফা, মনজুরুল ইসলাম খান সহ আরও অনেকে।
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission