• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

জীবনে এসব হয়, কিছুই করার থাকে না: প্রভা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৩
ছবি: সংগৃহীত

বিজ্ঞাপনচিত্র ও নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন সাদিয়া জাহান প্রভা। এরপর হয়ে পড়েন তুমুল ব্যস্ত। তবে নানা কারণে সেই পথচলায় হঠাৎ ছন্দপতন হয়। তিনি হয়ে পড়েন অভিনয়ে অনিয়মিত। কিন্তু ভক্তদের জন্য যথাসাধ্য থেকেছেন সামাজিক মাধ্যমে সরব। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ক্যাপশনে লিখেছেন, আমার দিকের গল্প আর কখনও বলার প্রয়োজন হবে না। শুধু বলতে চাই, যা ক্ষতি হওয়ার হয়েছে। জীবনে এসব হয়, আমাদের এখানে কিছুই করার থাকে না। সম্ভবত এটা বেশি গুরুত্বপূর্ণ, আমি সকল ব্যথা থেকে সেরে উঠেছি এবং এগিয়ে যাচ্ছি।

তিনি আরও লিখেছেন, আমি যথেষ্ট করেছি, এটাই সত্যি এবং বর্তমানে ঠিক আছি। আমি শুধু বুঝতে পারলাম, কোনো কিছু কম মেনে নিয়ে থাকতে পারব না। কারণ, আমি এটা ডিজার্ভ করি না। সে কারণে আমি নিজেকে ভালো রাখার সুযোগ করে দিলাম কাউকে চলে যেতে দিয়ে। এবার আমি আমার জয়টা নিশ্চিত করব।

সবশেষ অভিনেত্রী লিখেছেন, যদি তুমিও এমনটাই মনে করো, আমি আশা করি একদিন তুমিও এটা ভেঙে ফেলতে পারবে এবং সেরে উঠতে পারবে।

ভক্ত-অনুরাগীরা প্রভার এই ছবিগুলো লুফে নিয়েছেন।

মন্তব্যের ঘরে রিয়াজ কবীর নামে একজন লিখেছেন, ভালোবাসা।

সায়ন আহমেদ লিখেছেন, অসাধারণ।

সাইফুর শাকিল লিখেছেন, ওয়াও।

শুভ নামে আরেকজন লিখেছেন, চিরসবুজ।

প্রসঙ্গত, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন প্রভা। এরপর একের পর এক নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।

আরটিভি/আইএম/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডায়েট-জিম বাদেও ওজন কমানোর ৫টি উপায়
যুক্তরাষ্ট্র থেকে সুখবর দিলেন প্রভা
সাড়ে তিন ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ 
বিশ্বজুড়ে ডাউন ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ