• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

মেয়েকে সঙ্গে নিয়ে যে বার্তা দিলেন তাহসান

বিনোদন ডেস্ক

  ১৩ অক্টোবর ২০২৪, ১৪:২৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় গায়ক তাহসান খান। গানের পাশাপাশি অভিনয়ও করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিজীবনের খুব বেশি ছবি সামনে আনেন না তিনি। তবে প্রায় সময় তার একমাত্র মেয়ের সঙ্গে ছবি শেয়ার করেন। সম্প্রতি তাহসান ইন্সটাগ্রামে মেয়ের সঙ্গে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। এরপর থেকেই প্রশংসা পাচ্ছেন তিনি।

মেয়ের সঙ্গে তিনটি ছবি শেয়ার করে তাহসান ক্যাপশনে লিখেছেন, আগে ও পরে আমার সাথে, এরপর গায়ক স্টিভি ওয়ান্ডারের গানের একটি লিরিক্স লিখেছেন ‘সে কি সুন্দর নয়?’। ছবিতে বাবা-মেয়ের খুনসুটি দেখা গেছে। বিউটি পার্লারে গিয়ে নতুন হেয়ার স্টাইল করতে গিয়েছে বাবার সঙ্গে গিয়েছে আইরা।

প্রসঙ্গত, ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় তাহসান এবং মিথিলার। তাদের একমাত্র সন্তান আইরা তেহরীম খান। বিচ্ছেদের দুই বছর পর ২০১৯ সালের শেষ দিকে মিথিলা পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি বিয়ে করে সংসার করছেন কলকাতায়।

অন্যদিকে তাহসান বিয়ে না করলেও ব্যস্ত আছেন তার গান এবং অভিনয় নিয়ে। বেশির ভাগ সময় আইরা মিথিলার সঙ্গে থাকে। তবে মাঝে-মধ্যেই বাবার সঙ্গে সময় কাটায়। বিচ্ছেদের পরও তাহসান এবং মিথিলা একমাত্র মেয়েকে নিয়ে দুজনের বন্ধুত্ব এখনও অটুট। বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধাবোধের জন্য তারা প্রশংসিত।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই রশিতে ঝুলে ছিল মা ও মেয়ের মরদেহ
গায়ক দিলজিতের ভক্তদের জন্য দুঃসংবাদ
বিজয়ের দিনে পুরুষদের পর জয় উপহার দিলেন মেয়েরাও
গাঁজা বৈধ করা প্রসঙ্গে যা বললেন গায়ক এলটন জন