• ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১
logo

সালসাবিলের অভিযোগে মুখ খুললেন গায়ক নোবেল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ অক্টোবর ২০২৪, ১৯:০৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় রিয়্যালিটি ‘সা রে গা মা পা’য় একের পর এক ধামাকা পারফরম্যান্স উপহার দিয়ে ২০১৮ সালে আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল।

অল্প সময়েই বাংলাদেশের মানুষের কাছ থেকেও পেতে থাকেন অসম্ভব ভালোবাসা। সেই ভালোবাসা ধরে রাখতে পারেননি তিনি। মুহূর্তেই হারিয়ে যান অন্ধকারের গর্ভে। তাকে নিয়ে ছিল ব্যাপক সমালোচনা। সামাজিকমাধ্যমে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে ‘মাদকাসক্ত’ তকমা পেয়ে যান একসময়ের সবার চোখের মণি। তার অনুরাগীদের প্রার্থনা ছিল শুধু তার সুস্থতা কামনায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নোবেল বলেন, ফিরছি সেই আগের মতো করে!

তিনি আরও বলেন, ভুলত্রুটিগুলো বুঝতে পেরেছি। শুধরে নিয়েছি নিজেকে। স্বীকার করলেন, আসক্তি নামের একটি বিষয়ের সঙ্গে খারাপ সময় কেটেছে তার। নিজেকে শোধরাতে কাটাতে হয়েছে রিহ্যাবেও।

এদিকে নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদও তার প্রতি শুভকামনা রেখেছিলেন। তবে তার রোববারের ফেসবুক স্ট্যাটাস বলছে ভিন্ন কথা। নিজের ফেসবুকে সালসাবিল লেখেন, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। খুব দ্রুত বিচার না করে একটু সময় দিন, সত্যটা সবার সামনে চলে আসবে। যে যেটাতে অভ্যস্ত, সেটাই করতে থাকবে। ক্যামেরার সামনের নাটকটি ক্ষণস্থায়ী। সত্য বের হয়ে আসা শুধু ক্ষণিকের অপেক্ষা।’

কাকে নিয়ে এমন স্ট্যাটাস— মন্তব্যের ঘরে জানতে চান নেটিজেনরা। এক মন্তব্যের জবাবে সালসাবিল লেখেন, নেশাখোর। নেটাগরিকদের কেউ কেউ নোবেলের নাম লেখেন। বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় সালসাবিলের সঙ্গে। তিনি জানান স্ট্যাটাসটি নোবেলকে নিয়ে। সেইসঙ্গে দাবি করেন ফের নেশায় ডুবছেন নোবেল।

সালসাবিল বলেন, সে (নোবেল) রিহ্যাবে ছিল অনেকদিন। ফেরার পর ২-৩ মাসের মতো ভালো ছিল। এখন আবার মাদক নেওয়া শুরু করেছে।

নোবেলের ফের মাদক নেওয়ার বিষয়টি কীভাবে জানলেন জানতে চাইলে সালসাবিল বলেন, রিহ্যাব থেকে ফেরার পর থেকেই ওর সঙ্গে আমার যোগাযোগ ছিল। নিয়মিত কথা হতো। দু-তিন মাসের মতো ভালো ছিল। মাদক থেকে দূরে ছিল। কিন্তু সেপ্টেম্বর থেকে আবার শুরু করেছে। সে নিজেই আমাকে বলেছে। তার আচরণ কিছুটা ওলটপালট হচ্ছিল। বিষয়টি খেয়াল করে জানতে চাইলে সে বলে, হ্যাঁ নিচ্ছি তাতে তোমার কী।

নোবেলের সাবেক স্ত্রীর এমন মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াসহ নানা মাধ্যমে যখন চর্চা হচ্ছে, তখন বিষয়টি নিয়ে একটি বেসরকারি টিভির অনলাইনের সঙ্গে কথা বললেন গায়ক নোবেল। জানালেন, সালসাবিলের এমন মন্তব্য নিয়ে বেশি কিছু বলতে চান না তিনি।

প্রসঙ্গত, বর্তমানে নোবেলের হাতে কিছু গান ও সিনেমা রয়েছে, যা ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ হবে। এরমধ্যে একটিতে খলনায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। পর্দায় খলনায়ক চরিত্র নিয়েই ফিরতে চান এই গায়ক।

আরটিভি/এএ/এসএ

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন গ্রেপ্তার
গ্যারেজে মিলল ৮ কেজি গাঁজা, আটক ১
ইয়াবা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি 
আফগানিস্তানের দুর্দান্ত জয়ে ছন্দপতন বাংলাদেশের