• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

যে কারণে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন রাজপাল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৪ নভেম্বর ২০২৪, ১২:১২
রাজপাল যাদব

বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব। কয়েকদিন আগেই এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। এবার সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেতা। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

ওই ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তির সঙ্গে বসে আছেন রাজপাল। অভিনেতার সামনে দাঁড়িয়ে এক সাংবাদিক তার ভিডিও ধারণ করছেন। এ সময় রাজপালের বর্তমান ব্যস্ততা সম্পর্কে জানতে চান তিনি।

জবাবে রাজপাল বলেন, প্রতি দেড় থেকে দুই মাস অন্তর দর্শক আমাকে নতুন সিনেমায় দেখতে পাবেন।

এরপরই ওই সাংবাদিক দীপাবলিতে ‘বিতর্কিত মন্তব্য’ নিয়ে তাকে প্রশ্ন করলে বিরক্ত হন রাজপাল। শুধু তাই নয়, সাংবাদিকের হাতের ফোনটিও কেড়ে নেন তিনি। রাজপালের এমন আচরণে হতবাক নেটিজেনরা। কঠোর সমালোচনার পাশাপাশি অভিনেতাকে নিয়ে কটাক্ষ করেও মন্তব্য করছেন অনেকে।

জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোমাধ্যমে আতশবাজি নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন রাজপাল। অভিনেতা সেখানে ভক্তদের অনুরোধ করে লিখেছিলেন, দীপাবলিতে যেন আতশবাজি না ফাটানো হয়। কারণ এটি বায়ু এবং শব্দ দূষণে উল্লেখযোগ্য অবদান রাখে।

যদিও পরবর্তীতে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে পোস্টটি মুছে ফেলার পাশাপাশি ক্ষমাও চান রাজপাল। মূলত সেই বিষয়টি নিয়ে সাংবাদিক প্রশ্ন করতেই খেপে গিয়ে তার ফোনটি কেড়ে নেন অভিনেতা।

প্রসঙ্গত, সর্বশেষ ‘ভুল ভুলাইয়া থ্রি’ সিনেমায় দেখা গেছে রাজপালকে। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সিনেমাটি। তিনি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, কার্তিক আরিয়ান, তৃপ্তি দিমরি প্রমুখ। মুক্তির পর বক্সঅফিসেও বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইকুরিয়া উচ্চবিদ্যালয়ের সভাপতি সাংবাদিক রাশেদুল হক
গিভিংনাও অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক হাসান মাহামুদ
সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: কামাল আহমেদ
গান ও সাংবাদিকতা নিয়ে রমার ব্যস্ততা