মান্নাতের সামনে ৯৫ দিন অপেক্ষার পর শাহরুখের দেখা পেলেন ভক্ত!
বলিউড কিং খান শাহরুখ খান, তার বয়স যে ষাট ছুঁই ছুঁই, তা বোঝা বেশ কঠিন। শনিবার (২ নভেম্বর) ৫৮ বসন্ত পার করে ৫৯ বসন্তে পা দিলেন বাদশাহ। এই বয়সে এসেও যেন আগের মতো তরুণই রয়ে গেছেন তিনি। এখনও একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঝড় তুলে যাচ্ছেন দর্শকদের মনে।
এদিকে কিং খানের জন্মদিন উপলক্ষে অসংখ্য ভক্ত মুম্বাইয়ের মান্নাতের বাইরে জড়ো হন। ভক্তদের কত রকমের পাগলামী দেখা যায় প্রিয় তারকার জন্য। এবার অদ্ভুত এক ঘটনা ঘটিয়েছে শাহরুখ খানের এক ভক্ত।ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে আসা এক ভক্ত, যিনি গত ৯৫ দিন ধরে মান্নাতের সামনে অপেক্ষা করছেন শাহরুখের সঙ্গে দেখা করার আশায়। সেই ভক্তের নাম শেখ মো. আনসারি। অবশেষে তিনি দেখা পেলেন তার স্বপ্নের তারকার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, কিং খানের এই ভক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা। সেখানে তার রয়েছে একটি কম্পিউটার সেন্টার। সেটা বন্ধ করেই শাহরুখ খানের সঙ্গে দেখা করার জন্যই তিনি যাত্রা শুরু করেন। যদিও স্বপ্ন সফল হয়েছে। শেখ মো. আনসারির সঙ্গে দেখাও করছেন শাহরুখ খান।
একাধিক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছেন, তার সঙ্গে দেখা করতে চাওয়া ভক্তরা ঠিক কী কী করেন। এর মধ্যে একটি অন্যতম, যেখানে কড়া নিরাপত্তা বলয় পেরিয়ে মান্নাতে প্রবেশ করে শাহরুখের এক ভক্ত। এখানেই শেষ নয়, কিং খানের বাড়িতে ঢুকে তার পার্সোনাল সুইমিং পুলে স্নানও করেছিলেন একজন। এই খবর জেনে নড়েচড়ে বসেন শাহরুখ। কারণ, এমন ঘটনা আগে ঘটেনি। তবে সেই ভক্ত নাকি তখন স্পষ্ট জানিয়েছিলেন, কিং খান কোন পুলে স্নান করেন সেখানে নামার ইচ্ছে ছিল। সেই ইচ্ছেপূরণ হয়েছে। কিন্তু শাহরুখের সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন নেই তার! বলাইবাহুল্য মনে রাখার মতোই ঘটনা বটে। আর এবার এই ভক্তের টানা ৯৫ দিন ধরে অপেক্ষা মান্নাতের সামনে। তাই শাহরুখ তার ভক্তের আর্জি শুনলেন। ডেকে নিয়ে দেখা করে ছবিও তুললেন তার সঙ্গে। যে ছবি দেখে মুগ্ধ শাহরুখ ভক্তরা।
এর আগে, গত সেপ্টেম্বর মাসে প্ল্যাকার্ড হাতে দেখা যায় আনসারিকে। তাতে লেখা ছিল— ‘শাহরুখ খান আমার প্রিয় নায়ক। আমি তার খুব বড় ভক্ত। আমি উনার সঙ্গে দেখা করতে চাই। উনার সঙ্গে দেখা করার পরই আমি বাড়ি যাব। ৩৫ দিন ধরে আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। উনার সঙ্গে দেখা হলেই আমি বাড়ি ফিরব।’ অবশেষে নিজের স্বপ্ন পূরণ করেই বাড়ি ফিরলেন আনসারি।
আরটিভি/এএ/এসএ
মন্তব্য করুন