ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ফের শাহরুখকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ , ০৩:৩৫ পিএম


loading/img
ছবি : সংগৃহীত

ফের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড অভিনেতা শাহরুখ খানকে। গত ৫ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয় তাকে। 

বিজ্ঞাপন

ঠিক কী কারণে শাহরুখকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, সে প্রসঙ্গে কিছু জানা যায়নি। এমনকি বিষয়টি নিয়ে এখনও কোনো বক্তব্য দেননি শাহরুখ। তবে হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ।

অভিনেতাকে হত্যার হুমকির অভিযোগে মামলা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা থানায়। ইন্ডিয়ান পেনাল কোড ৩০৮(৪), ৩৫১(৩) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়।   

বিজ্ঞাপন

জানা গেছে, শাহরুখকে হত্যার হুমকিদাতার নাম ফাইজান। ছত্রিশগড়ের রায়পুরের বাসিন্দা তিনি। ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত করতে সেখানে গেছে মুম্বাই পুলিশের একটি টিম। 

এর আগে, ২০২৩ সালে ‘পাঠান’ও ‘জওয়ান’ সিনেমার সফলতার পর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন শাহরুখ। পরে একই বছরের অক্টোবরে অভিনেতাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেয় ভারত সরকার।


আরটিভি/এইচএসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |