ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

নায়ক-নায়িকাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শ্বাশ্বত

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১০ নভেম্বর ২০২৪ , ০৩:৫৬ পিএম


loading/img

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা শ্বাশ্বত চ্যাটার্জি। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। ধারাবাহিক, সিরিজ ও সিনেমায় কোনো মাধ্যমেই জনপ্রিয়তার কমতি নেই। এবার সিরিজের নায়ক-নায়িকাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন শ্বাশ্বত। 

বিজ্ঞাপন

ভারতীয় বাংলা সিরিয়ালের প্রধান চরিত্র কোনো ফ্যাশন বা স্টাইল করলে মুহূর্তের সেসব ট্রেন্ডে চলে আসে। দীর্ঘদিন ধরে সিরিয়ালগুলো চলতে থাকায় প্রধান চরিত্রগুলো ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি পরিচিত মুখ হয়ে ওঠে।  

গণমাধ্যমসহ বিভিন্ন অনুষ্ঠানেও মধ্যমণি থাকেন সেই অভিনয়শিল্পীরা। কিন্তু একই চরিত্র নতুন সিরিয়াল কিংবা ধারাবাহিকে দ্বিতীয়বার প্রধান চরিত্র করার উদাহরণ খুবই কম। যার কারণে ওইসব চরিত্র হঠাৎ হারিয়ে যায়। 

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন শ্বাশ্বত চ্যাটার্জি। অভিনেতা বলেন, সিরিয়ালে প্রধান চরিত্রে যারা অভিনয় করছেন, তাদের জন্য ভীষণ কষ্ট হয় আমার। কারণ তাদের শেখার সময় নেই। তাদেরকে শেখানোরও কেউ নেই। 

কন্টেন্টের পাশাপাশি অভিনয়শিল্পীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা রেডিমেট যা পাচ্ছে তাই অল্প সময়ের মধ্যে করে দিতে হচ্ছে। কারণ সময় নেই আলোচনা করার। মাস শেষে নতুন শিল্পীদের যে পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, যা তার বাবা-মা জীবনে রোজগার করেনি। ফলে তাদের বিলাসিতা বেড়ে যাচ্ছে। আর শুরুতেই এটা হচ্ছে।

শ্বাশত আরও বলেন, সবসময় দেখা যায় যে, প্রথম সিরিয়াল শেষ হওয়ার পর ওই প্রধান চরিত্রকে আর সুযোগ দিচ্ছে না। তখন তারা নতুন মুখ খুঁজছে। এদিকে ওই শিল্পী তো তার লাইফস্টাইল-খরচ বাড়িয়ে ফেলেছে। এবার সে কী করবে? সে ডিপ্রেশনে ভুগছে। এমনকি দীর্ঘদিন ডিপ্রেশনে থাকার পরে হয়তো সুইসাইডও করছে অনেক।

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |