‘তোমার সন্তানকে আমি কী বলে সান্ত্বনা দেব গো’
দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আফরোজা হোসেন।
রোববার (১০ নভেম্বর) ভোর ৬টায় মারা গেছেন তিনি।
জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে জরায়ু ক্যানসার ধরা পড়ে আফরোজা হোসেনের। তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মেরুদণ্ডের হাড়ে। চিকিৎসার জন্য ভারতেও নেওয়া হয়েছিল তাকে। গত বছরের শেষদিকে কিছুটা সুস্থ বোধ করলেও, অবশেষে মরণব্যাধির কাছে হার মানলেন তিনি।
অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় তারকা মহলে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে শোক জানিয়েছেন অভিনেত্রী পারসা ইভানা। তিনি লিখেছেন, অভিনেত্রী আফরোজা হোসেন আপু আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন, আমাদের আরও একজন প্রিয় সহকর্মী আমাদের ছেড়ে চলে গেছেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তিনি আমাদের সঙ্গে অনেক দিন ধরে ছিলেন, আমাদের পথচলার এক সঙ্গী ছিলেন। তার শূন্যতা আমাদের হৃদয়ে অনুভব করব। তার পরিবারের জন্য গভীর সমবেদনা রইল। দয়া করে সবাই তাকে আপনার দোয়ায় স্মরণ রাখবেন।
এদিকে নাট্যনির্মাতা রাফাত রাফাত মজুমদার রিংকু আফরোজা হোসেনের ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬ টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
আরেক অভিনেত্রী মনিরা আক্তার মিঠুর ভাষ্য, অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই। আজ ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আপা আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলব? আমাকে কে সাহস দিবে গো?
পোস্টের শেষে লিখেছেন, তোমার সন্তান নাঈম কে আমি কী বলে সান্ত্বনা দিব গো। আমি টাঙ্গাইলে এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না। তুমি যাও, আমি আসছি গো আপা।
প্রসঙ্গত, ২০০৮ সালে প্রথম অভিনয় শুরু করেন তিনি। ইউনেসকোর সচেতনতামূলক নাটক দিয়ে তার পথচলা শুরু হয়। এটি দুই বছর বিটিভিতে প্রচারিত হয়। তিনি মামুনুর রশীদ, জাহিদ হাসান, মাহফুজুর রহমান, কচি খন্দকারসহ অনেকের নির্মিত নাটকে অভিনয় করতে থাকেন।
তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন অনন্য মামুনের পরিচালনায় ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করে। ২০১৩ সালে আফরোজা সিদ্ধান্ত নেন, শুধু নাটকেই অভিনয় করবেন। তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়।
মন্তব্য করুন