ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মারা গেছেন শাহরুখের সিনেমার সহ-অভিনেতা দেলি গণেষ

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ১০ নভেম্বর ২০২৪ , ০৭:০৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মারা গেছেন তামিল সিনেমার বরেণ্য অভিনেতা দেলি গণেষ। শনিবার (৯ নভেম্বর) চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। দেলি গণেষের পুত্র মাহা দেবনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে দ্য ফ্রি প্রেস জার্নাল।

বিজ্ঞাপন

দেলি গণেষের পরিবার থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বাবা ড. দেলি গণেষ ৯ নভেম্বর রাত ১১টায় মারা গেছেন।

জানা গেছে, দেলি গণেষ ঘুমের মধ্যে মারা গেছেন। সোমবার (১১ নভেম্বর) তার শেষ কৃত্য সম্পন্ন হবে।  

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ১৯৪৪ সালের ১ আগস্ট জন্মগ্রহণ করেন দেলি গণেষ। ১৯৬৪ সাল ১৯৭৪ সাল পর্যন্ত ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মরত ছিলেন। ১৯৭৭ সালের শেষের দিকে তামিল সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন ভাষার ৪ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘নয়কান’, ‘অপূর্বা’, ‘মাইকেল মাদানা কামা রাজন’, ‘থেনালি’ প্রভৃতি। বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন দেলি গণেষ। এসব সিনেমা হলো— শাহরুখ খান অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’, রণবীর-ক্যাটরিনা অভিনীত ‘আজব প্রেম কি গজব কাহানি’ প্রভৃতি।

আরটিভি /এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |