ঢাকামঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মানসিক রোগে ভুগছেন আমির

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ , ০৩:৪১ পিএম


loading/img
আমির খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খান। তিনি একাধারে অভিনেতা, প্রযোজক, পরিচালকও। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। তার ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই। এবার জানা গেল, মানসিক রোগে ভুগছেন আমির।  

বিজ্ঞাপন

শুধু তিনিই নন, অভিনেতার মেয়ে ইরা খানও এই রোগে আক্রান্ত। ফলে দুজনকেই দৌড়াতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। সম্প্রতি নেটফ্লিক্সের একটি পডকাস্টে মেয়ে ও নিজের অসুস্থতা নিয়ে মুখ খুলেছেন আমির। 

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, বিগত এক বছর ধরে আমি আর আমার মেয়ে জয়েন্ট থেরাপি নিচ্ছি। আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সমাধান করার জন্যই এই চিকিৎসা নিতে হচ্ছে আমাদেরকে। শুরুতে আমি একটু অস্বস্তিতে ছিলাম ঠিকই, কিন্তু এখন বুঝতে পারছি এটা কতটা গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

আমির আরও বলেন, মানসিক রোগ থেকে মুক্তি পেতে এটা সত্যি কার্যকর। ইতোমধ্যে আমাদের জীবনে সেটা প্রমাণিত হয়েছে। যদি জীবনে কোনো মানসিক চাপ বা সম্পর্কে কোনো সমস্যা থেকে। তাহলে আমার মনে হয় সকলেরই থেরাপিস্টের কাছে যাওয়া উচিত। এতে জীবন এবং সম্পর্কের মান দুটোই উন্নত হয়।

থেরাপি প্রসঙ্গে অভিনেতার মেয়ে ইরা বলেন, এই থেরাপি নেওয়ার পর আমাদের সম্পর্কে যে সমস্যা ছিল তা অনেকটাই কেটে গেছে। এটা শুধু আমাদের সম্পর্কের উন্নতির পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধা এবং বোঝাপড়াও ধীরে ধীরে বাড়ছে।

প্রসঙ্গত, ১৯৮৬ সালের ১৮ এপ্রিল পরিবারের বিপক্ষে গিয়ে বাড়ি থেকে পালিয়ে প্রথমে রীনা দত্তকে বিয়ে করেন। কিন্তু দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ২০০২ সালে বিচ্ছেদ হয় রীনা-আমিরের। ইরা তাদেরই সন্তান। 

বিজ্ঞাপন

পরে ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে জুনায়েদ নামের একটি ছেলে রয়েছে তাদের। তবে দুর্ভাগ্যবশত ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন কিরণ-আমিরও।

 

আরটিভি/এইচএসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |