ঢাকারোববার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

যে কারণে মোদির সঙ্গে দেখা করল কাপুর পরিবার

বিনোদন ডেস্ক, আরটিভি

বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ০৩:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে বলিউডের কাপুর পরিবার। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের সদস্যরাই জানিয়েছেন খবরটি। 

বিজ্ঞাপন

বুধবার (১১ ডিসেম্বর) সকালে পৃথকভাবে নেটদুনিয়ায় ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান নীতু কাপুর, রণবীর কাপুর, কারিনা কাপুরসহ পরিবারের সদস্যরা। এদিকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পরই নেটিজেনদের প্রশ্ন, হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা করলেন তারা? 

ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী, পৌরাণিক, ইতিহাস, দেবদেবী নির্ভর ভারতীয় সিনেমাকে প্রথম প্রাপ্তবয়স্ক করে গড়ে তুলে আন্তর্জাতিক মানে রূপ দেন রণবীর-কারিনার দাদু রাজ কাপুর। গত ১০ ডিসেম্বর সেই ‘দাদু’র ১০০ বছর জন্মবার্ষিকীতে আয়োজিত আরকে ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাতে মুম্বাই থেকে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় সেখানে উপস্থিত ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, সাইফ আলী খান, ঋদ্ধিমা কাপুর সাহনি ও তার স্বামী ভারত সাহনি, রিমা জৈন এবং স্বামী মনোজ জৈন, তাদের ছেলে আরমান।

জানা গেছে, আগামী ১৪ ডিসেম্বর জন্মশতবর্ষ পূর্ণ হবে রাজ কাপুরের। এ উপলক্ষে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত সেই বিশিষ্ট অভিনেতার ১০টি প্রথম সারির সিনেমা দেখানো হবে দেশের ৪০টি শহরের ১৩৫টি প্রেক্ষাগৃহে।

যৌথভাবে রাজ কাপুর সিনেমা উৎসবের আয়োজন করেছে কিংবদন্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কাপুরের তৈরি আরকে ফিল্মস, ফিল্ম হেরিটেড ফাউন্ডেশন, এনএফডিসি এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া। 

বিজ্ঞাপন

উৎসবের থিম নাম দেওয়া হয়েছে— ‘সেলিব্রেটিং দ্য সেন্টেনারি অব দি গ্রেটেস্ট শোম্যান’। সিনেমাগুলো দেখানো হবে পিভিআর-আইনক্স এবং সিনেপলিসে।

আরটিভি/এইচএসকে/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |