ঢাকাবুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

বলিউডে পা রাখছেন গোবিন্দপুত্র

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ , ০৩:৩৭ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বেশির ভাগ তারকাদের সন্তানরা তাদের বাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন। সেই ধারাবাহিকতায় ইতোমধ্যে রুপালি পর্দায় অভিষেক হয়েছে সুহানা খান, সারা আলী খান, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুরসহ অনেকের। এবার বলিউডে পা রাখতে চলেছেন গোবিন্দপুত্র যশবর্ধন আহুজা। 

বিজ্ঞাপন

জানা গেছে, এখনও নাম ঠিক হয়নি সিনেমাটির। তবে প্রেমের গল্প নিয়ে সাজানো হবে সিনেমার কাহিনি। এটি নির্মাণ করবেন পরিচালক সাই রাজেশ।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলাকে একটি সূত্র বলেন, প্রেমের গল্প নিয়ে পরিচালক সাই রাজেশ নির্মাণ করবেন নাম ঠিক না হওয়া একটি সিনেমা। আর এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন অভিনেতা গোবিন্দর ছেলে যশবর্ধন। সিনেমাটির জন্য অডিশন দিয়ে নিজ যোগ্যতায় সিনেমাটির জন্য নির্বাচিত হয়েছেন তিনি। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করবেন মধু মন্তেনা, আল্লু অরবিন্দ এবং এসকেএন ফিল্মস।

বিজ্ঞাপন

এদিকে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভীষণ উচ্ছ্বসিত গোবিন্দ ভক্তরা। শুধু তাই নয়, অভিষেক সিনেমায় যশবর্ধনের সঙ্গে জুটি বাঁধবেন কোন নায়িকা? সে নিয়েও নেটিজেনদের চর্চা তুঙ্গে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে সূত্রটি বলেন, সিনেমাটিতে যশবর্ধনের বিপরীতে কে অভিনয় করবেন, তাকে খুঁজে পেতে অডিশন পরিচালনা করছেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। এরই মধ্যে অডিশনের ১৪ হাজার ভিডিও ক্লিপ হাতে পেয়েছেন তিনি। খুব দ্রুত নায়িকা চূড়ান্ত করবেন তিনি। কারণ, ২০২৫ সালের শুরুতে সিনেমাটির শুটিং শুরু করবেন নির্মাতারা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে ভালোবেসে সুনীতা আহুজার সঙ্গে ঘর বেঁধেছেন গোবিন্দ। ৩৬ বছরের সংসার জীবন তাদের। গোবিন্দ- সুনীতার দুই সন্তান— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে বলিউডে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। এবার পর্দায় ঝলক দেখাতে আসছেন অভিনেতার ছেলে।

বিজ্ঞাপন

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |