ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অস্কারের জাদুঘরে ঐশ্বরিয়ার ১৬ বছরের পুরোনো লেহেঙ্গা

বিনোদন ডেস্ক, আরটিভি

বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ , ০৪:৪৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউডের একসময়ের অন্যতম সেনসেশন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মিস ওয়ার্ল্ডের খেতাবজয়ী ঐশ্বরিয়া ২৭ বছর আগে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন। ঐশ্বরিয়া তার সৌন্দর্যের পাশাপাশি চলচ্চিত্রের জন্যও পৃথিবীজুড়ে পরিচিত। 

বিজ্ঞাপন

ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। যার মাঝে অন্যতম ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ছবি ‘যোধা আকবর’। ঐশ্বরিয়া এবং হৃতিক রোশনের অভিনীত এই ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এখনও এই ছবি দর্শকদের মনে বিশেষ স্থান করে আছে। বিশেষ করে ছবির গানগুলো আজও জনপ্রিয়।

১৬ বছর পর,‘যোধা আকবর’ ছবিতে ঐশ্বরিয়া রাইয়ের পরা বিখ্যাত লেহেঙ্গা বর্তমানে অস্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। ছবিতে বিয়ের দৃশ্যে ঐশ্বরিয়া রাইয়ের লাল লেহেঙ্গাটি নীতা লুল্লা ডিজাইন করেছিলেন। নীতা লুল্লার এই লেহেঙ্গা ভারতের প্রাচীন ঐতিহ্য এবং শৈলীর পরিচয় বহন করে।

বিজ্ঞাপন

লেহেঙ্গাটির অন্যতম বিশেষত্ব হলো এর দুর্দান্ত এমব্রয়ডারি, ঐতিহ্যবাহী জারদোজি কাজের মাধ্যমে সুনিপুণভাবে তৈরি করা হয়েছে। এই কাজটি পুরোনো ভারতীয় শিল্পের একটি অন্যতম উদাহরণ। বিশ্ববাসীকে ভারতের শিল্পসম্ভার ও কৃষ্টি সম্পর্কে আরও বেশি জানাতে সহায়ক।

লেহেঙ্গার সঙ্গে ঐশ্বরিয়ার পরা ভারী নেকলেসটিতে একটি নীল ময়ূর রয়েছে, যাতে সুন্দর কুন্দনের কাজ করা হয়েছে। এই নকশাটি শুধুমাত্র চমত্‍কার নয়, দেখতেও খুব আকর্ষণীয়। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে লেহেঙ্গা একটি ডামির ওপর দেখানো হয়েছে।

প্রদর্শনীর সঙ্গে ‘যোধা আকবর’ ছবির কিছু দৃশ্যও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা গেছে ঐশ্বরিয়া লাল লেহেঙ্গা এবং নেকলেস পরে। হৃতিক রোশনকেও আকবরের ভূমিকায় দেখা গেছেন। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এই লেহেঙ্গাকে ‘রাণীর জন্য পারফেক্ট’ হিসেবে বর্ণনা করেছে।

বিজ্ঞাপন

আরটিভি /এএ/এস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |