ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অবশেষে গোপন বিয়ের কথা ফাঁস করলেন অহনা

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১১:০০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জানালেন, গোপনে বিয়ে সেরেছেন অহনা।  

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, প্রথম ধারাবাহিকে কাজ করার সময় নিজের মনের মানুষ দীপঙ্কর রায়কে খুঁজে পান অভিনেত্রী। ২০২৩ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন তারা।

বিজ্ঞাপন

নেটদুনিয়ায় একটি ভিডিও পোস্ট করে অহনা লিখেছেন, প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ফ্ল্যাট ভাড়া করে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সাথে থাকে দীপঙ্করের পরিবারের সবাই। ওর মা তখন জীবিত এবং উনি সেদিন সব থেকে বেশি আনন্দে কেঁদেছিলেন।

তিনি আরও বলেন, তারপর একটা পুরো বছর কেটে গেল। আমার আর দীপঙ্করের মধ্যে কিছুই পরিবর্তন হয়নি। একটু খুনসুটি আর ভালোবাসা বেড়ে গেছে এই যা। নতুন বছরে এই সুন্দর ভিডিওটা দেখে আমাদের আশীর্বাদ করার জন্য রইল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অহনা বলেন, ২০২৩ সালে এত নেগেটিভিটি ছিল। আমাদের মনে হয়েছিল বিয়ের বিষয়টি সবাইকে জানানোর জন্য সেটা সঠিক সময় নয়।

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |