• ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১
logo

এবার নতুন পরিচয়ে পড়শী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৩১
সাবরিনা পড়শী

সংগীত জগতের জনপ্রিয় গায়িকা সাবরিনা পড়শী। ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ কিছু গান উপহার দিয়ে শ্রতা-দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে শুধু গানই নয়, অভিনয়েও সবার মন কেড়েছেন পড়শী। এবার গান-অভিনয়ের পাশাপাশি নতুন আরেকটি পরিচয়ে নাম লেখাতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, আগামী রোজার ঈদের জন্য নাটক প্রযোজনা করতে যাচ্ছেন পড়শী। চলছে গল্প লেখার কাজ। এটি পরিচালনা করবেন মহিদুল মহিম।

এ প্রসঙ্গে পড়শী বলেন, চলতি বছর থেকে নিয়মিত নাটক প্রযোজনা করতে চাই। আমার ইউটিউব চ্যানেলেই প্রকাশ করব নাটকগুলো। আশা করছি, ভক্তদের জন্য দারুণ সব নাটক উপহার দিতে পারব।

অন্যদিকে নাটকগুলোর তত্ত্বাবধানে থাকবেন পড়শীর ভাই সাক্ষর। তিনি বলেন, অনেক সময় পাণ্ডুলিপি পছন্দ হয় না, অনেক সময় সহশিল্পীও পছন্দ হয় না। তারপরও নির্মাতাদের অনুরোধে নাটকগুলো করতে হয়। পড়শী যখন নিজে নাটকগুলো প্রযোজনা করবে তখন গল্প থেকে শুরু করে পরিচালক, সহশিল্পী সবই নিজের পছন্দ অনুযায়ী নিতে পারবে।

তিনি আরও বলেন, বেশ আগেই এই সিদ্ধান্ত নিয়েছি পারিবারিকভাবে আমরা। তবে অফিশিয়ালি এই বিষয়টি নিয়ে এখনও কাউকে জানানো হয়নি। এ ছাড়া আগামী দিনে নাটকের জন্য আলাদা একটা ইউটিউব চ্যানেল করার কথাও ভাবছে পড়শী। দেখা যাক, প্রথম দিকে দর্শকদের কাছে কেমন সাড়া পাই। তারপরেই বাকি সিদ্ধান্ত।

শনিবার (৪ ডিসেম্বর) মহিদুল মহিমের নাম ঠিক না হওয়া একটি নাটকের শুটিং করেছেন পড়শী। একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে নাটকটি।

প্রসঙ্গত, এ বছরের ভালোবাসা দিবসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মহিদুল মহিম ও মাহমুদুর রহমান হিমির তিনটি নাটকে দেখা যাবে পড়শীকে। নাটকগুলোতে তার সঙ্গে জুটি হচ্ছেন তৌসিফ মাহবুব ও জোভান।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার ইউটিউবেও এআই টুল যুক্ত করল গুগল 
ফেসবুক-ইউটিউব থেকে শেখ হাসিনার যেসব বক্তব্য সরাতে হবে 
ইউটিউব দেখে অস্ত্র চালানো শিখে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে হত্যা
ফেসবুক-ইউটিউবে গুজব প্রতিরোধে ব্যবস্থা নিতে আহ্বান মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের