ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে বিকেলে
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর বসছে শনিবার (১১ জানুয়ারি)। এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’। এবার ৯টি বিভাগে দেখানো হবে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র।
এদিন রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৪টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
উদ্বোধনী আসরে পারফর্ম করবে ব্যান্ড জলের গান। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে চীনের চিউ ঝ্যাং নির্মিত ‘মুন ম্যান’। এ ছাড়া বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধনও হবে। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন।
গেল কয়েক বছরের মতো এবারের উৎসবে রয়েছে মাস্টারক্লাস ও উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স। এ ছাড়া জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকবে বিশেষ চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী।
এবার উৎসবের সিনেমা প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি অডিটরিয়াম ও গ্রীন ইউনিভার্সিটি অডিটরিয়ামে।
গত ৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। সারা বিশ্বের প্রখ্যাত নির্মাতাদের সব নতুন সিনেমা দর্শকদের উপহার দেওয়াই এই আন্তর্জাতিক উৎসবের মূল উদ্দেশ্য।
প্রসঙ্গত, আগামী ১৯ জানুয়ারি পর্দা নামবে ৯ দিনব্যাপী এ উৎসবের। ওই দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন