‘সুরে সুরে পঞ্চাশে’ পারফর্ম করবেন নকীব খান
ব্যান্ড জগতের জনপ্রিয় মুখ নকীব খান। একাধারে তিনি গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী। গানের সঙ্গে তার বহু দিনের পথ চলা। দীর্ঘ ৫০ বছর ধরে গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন তিনি। এবার সংগীত জগতের এই তার দীর্ঘ জার্নি একটি একক কনসার্টের আয়োজন করা হয়েছে।
‘সুরে সুরে পঞ্চাশে’ শিরোনামে নকিব খানের একক এই কনসার্টটি আয়োজন করছে নুর’স ইভেন্টস। আগামী ১৭ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
এ দিন কনসার্টে নিজের গানের পাশাপাশি তার করা সুরের গানগুলো গেয়ে শোনাবেন নকীব খান। আগত শ্রোতাদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন তারে সংগীত জীবনের পেছনের গল্পসহ নানা ঘটনা।
এ প্রসঙ্গে তিনি বলেন, সংগীতের সঙ্গে আমার ৫০ বছরের বেশি সময় থেকে সম্পর্ক। ছোটবেলা থেকেই গান-মিউজিকের সঙ্গে আছি। আমার এই অভিজ্ঞতা নিয়ে আগামী ১৭ জানুয়ারি ‘সুরে সুরে পঞ্চাশে’ শিরোনামে একটি একক কনসার্টের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, আমি আসছি আপনাদের গান শোনাতে, গানের পেছনের গল্প শোনাতে। আশা করি সবার সঙ্গে সুন্দর একটি সময় কাটবে। দীর্ঘ এই জার্নি আপনাদের জন্যই করতে পেরেছি। সবাইকে অসম্ভব ভালোবাসা। এ দিন সবাই আসুন দেখা হবে, গান হবে, আড্ডা হবে।
জানা গেছে, এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। অনলাইনে ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে এর টিকিট। শুক্রবার সন্ধ্যা ৭টায় কনসার্টটি শুরু হয়ে শেষ হবে রাত ৯টায়।
কৈশোরেই ব্যান্ডে জড়িয়ে পড়েছিলেন নকীব খান। বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন তিনি। এরপর দেশ স্বাধীনের পর যোগ দেন সোলস ব্যান্ডে। সেখানে প্রায় ১০ বছর কাটানোর পর চট্টগ্রাম ছেড়ে ঢাকায় চলে আসেন তিনি।
এরপর ১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। ১৯৮৮ সালে দলের প্রথম অ্যালবাম ‘রেনেসাঁ’ নামেই প্রকাশিত হয়। ১৯৯৩ সালে ‘তৃতীয় বিশ্ব’, ১৯৯৮ সালে ‘৭১-এর রেনেসাঁ’এবং ২০০৪ সালে ‘একুশ শতকের রেনেসাঁ’ নামে অ্যালবাম প্রকাশ করে তারা। সে থেকে এখনও ব্যান্ডের সঙ্গেই রয়েছেন নকীব খান।
নিজের ‘মন শুধু মন ছুঁয়েছে’, আইয়ুব বাচ্চুর ‘এখন অনেক রাত’, নিজের ‘ভালো লাগে জ্যোৎস্না রাতে’, কুমার বিশ্বজিতের ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’সহ বেশ কিছু কালজয়ী গানের সুরকার নকীব খান। যে গানগুলো আজও গেঁথে আছে মানুষের মনে।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন