ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মুরাদ নূরের সুরে জিয়াউর রহমানের থিম সং গাইলেন রাজীব

আরটিভি নিউজ

সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ , ০১:৪২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে নির্মিত হচ্ছে থিম সং। বরেণ্য গীতিকবি মুনশি ওয়াদুদের কথায়, জনপ্রিয় সুরকার মুরাদ নূরের সুরে ‘জিয়াউর রহমান’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজীব। গানটির সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। সম্প্রতি গানটির কণ্ঠ ধারণের কাজ সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

গীতিকবি মুনশি ওয়াদুদ বলেন, রাজীবের গলাটা আমার কাছে খুব স্পেশাল মনে হলো। স্পষ্ট উচ্চারণ। অস্বাভাবিক কঠিন শব্দগুলো অবলীলায় কাব্যিক হয়ে উঠেছে। জিয়াউর রহমানকে চিত্রিত করার জন্য কতগুলো গৎবাঁধা শব্দের ব্যবহার, ওটুকুই আমার কর্ম। বাকি সকল কৃতিত্ব মুরাদ নূরের। আমি আশাবাদী এই গানে জিয়াউর রহমানের অনুসারীরা নতুন উদ্যোমে এগিয়ে যাবে।

সুরকার মুরাদ নূর বলেন, বিশেষ মানুষ নিয়ে সৃষ্টি করতে গেলে অনেক চ্যালেঞ্জ থাকে। আমারও তাই হয়েছে। জিয়াউর রহমান নামের সঙ্গে আমার শৈশব কৈশোরের পারিবারিক ঐতিহ্য জড়িত। চেষ্টা করেছি গানে গানে এই মহান ব্যক্তিকে নতুন প্রজন্মের কাছে সঠিক উপস্থাপন করতে, বাকিটা দর্শক-শ্রোতাদের মন্তব্যে মূল্যায়িত হবে।

বিজ্ঞাপন

কণ্ঠশিল্পী রাজীব বলেন, খুবই ভালো লাগছে একটি ঐতিহাসিক সৃষ্টির সঙ্গে জড়িত হয়ে। আদর্শিক কারণে আরও বেশি ভালো লাগছে। এমন কাজে আমাকে যুক্ত করার জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। বেঁচে থাকুক আমাদের গণমানুষের জিয়াউর রহমান।

জানা গেছে, আগামী ১৯ জানুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ডিজিটাল সকল মাধ্যমে বিশ্বব্যাপী গানটি মুক্তি পাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |