• ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮ মাঘ ১৪৩১
logo

‘ফ্লাওয়ার ফেস্ট’ মাতাবেন জেমস

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৫১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম নগর বাউল জেমস। দেশ ও দেশের বাইরে তার ভক্তের সংখ্যা অগণিত। পুরোনো গান দিয়ে তিনি শ্রোতাদের মাতিয়ে রাখছেন যুগের পর যুগ। মঞ্চে তার উপস্থিতি মানেই দর্শকদের পাগলামো আর হৈ-হুল্লোড়। আগামী ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর ‘গালা নাইট’ কনসার্টে গাইবেন তিনি।

জানা গেছে, জেলা প্রশাসন চট্টগ্রামের এ আয়োজনে নগর বাউলের পাশাপাশি পারফরম করবে এ সময়ের আলোচিত আরও সাতটি ব্যান্ড। সেই তালিকায় রয়েছে আর্টসেল, শিরোনামহীন, লালন, আভোয়েড রাফা, আর্বোভাইরাস, উন্মাদ ও তীরন্দাজ।

আয়োজকরা জানায়, চট্টগ্রামের ফৌজদারহাট ডিসি পার্কে মাসব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’-এর আয়োজন করা হয়েছে। এই ফুল উৎসবের সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘গালা নাইট’ কনসার্ট।

সব শ্রেণির দর্শকের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে। এদিন বিকেলে দর্শকের জন্য স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে ব্যান্ডগুলোর পরিবেশনা।

সাতটি ব্যান্ডের পরিবেশনা শেষে শো-স্টপার হিসেবে ব্যান্ড নগর বাউল সদস্যদের সঙ্গে মঞ্চে উঠবেন দেশসেরা রকস্টার জেমস।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বছরের প্রথম উন্মুক্ত কনসার্ট, গাইবেন জেমসসহ ৭ ব্যান্ড
সিলেট মাতাবেন জেমস-আসিফ, জেনে নিন টিকিটের মূল্য
দেড় দশক পর বিজয়ের উৎসবে একসঙ্গে তারা চারজন
বিজয় দিবসে জেমসের ওপেন কনসার্ট