ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

নতুন অধ্যায় শুরু করলেন বুবলী

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ , ১২:৫৭ পিএম


loading/img
ছবি: সং

সংবাদপাঠিকা থেকে চলচ্চিত্রে নাম লেখান চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে ইতোমধ্যে দুই ডজনের মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রের পাশাপাশি ফটোশুটেও ব্যস্ত সময় যাচ্ছে তার। আর এসবের মাঝেই নতুন খবর দিলেন এই নায়িকা। জীবনে নতুন এক অধ্যায়ের শুরু করতে যাচ্ছে বুবলী।
 
471806327_1185394302943831_8362577733750537962_n
 
ক্যারিয়ারের এক দশকে এসে প্রযোজনা সংস্থা খুললেন তিনি। সামাজিকমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন নায়িকা। তার প্রতিষ্ঠানের নাম ‘বিগ’। এর পূর্ণনাম বুবলী ইনোভেটিভ গ্রুপ। তার প্রযোজিত কাজগুলোতে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীরা থাকবেন। নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে বুবলীর। 
 
এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়তো ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।
 
Capture
 
বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড় কাজ। এটির জন্য আরও অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে সময় বড় আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।
 
জানা গেছে, এই প্রতিষ্ঠান থেকে নাটক, ওয়েব ছবি, ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নির্মিত হবে। আয়োজন করা হবে বিভিন্ন ইভেন্টও।
 
এদিকে, আসছে রোজার ঈদে মুক্তির অপেক্ষায় আছে ‘পিনিক’ ও ‘জংলি’ সিনেমা দুটি। 
 
আরটিভি/এএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |