ঢাকাশুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ঈদে বড় পর্দায় তিন সিনেমা ও ওটিটিতে সরব জাহিদ, তবে আছে কিছু আক্ষেপ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫ , ০৪:৩৯ পিএম


loading/img

ঢাকাই সিনেমায় এক্সময় একটি চলচ্চিত্রে দেখা যেতো একাধিক খল অভিনেতা। রাজিব, হুমায়ুন ফরিদী থেকে শুরু করে সব শেষ মিশা সওদাগর। একে একে শক্তিমান সব খল অভিনেতার বিদায়ের পর একাই এক দশকের বেশি সময় মিশা সওদাগর হাল ধরে রয়েছেন চলচ্চিত্রের। তার সঙ্গে তরুণ প্রজন্মের কয়েকজন খল অভিনেতা নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তাদের মধ্যে একজন জাহিদ ইসলাম। 

বিজ্ঞাপন

1686811289541

চলচ্চিত্রে খলনায়ক চরিত্রে সিনেমায় দারুণ সব দৃশ্যে অভিনয় করে অল্প সময়ে পরিচিতি পেয়েছেন তরুণ অভিনেতা জাহিদ ইসলাম। চলচ্চিত্রের পাশাপাশি নাটক ও ওয়েবেও সমান তালে ব্যস্ত এই অভিনেতা। এবার ঈদেও মক্তি পাওয়া ছয় সিনেমার মাঝে ‘বরবাদ’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’এ অভিনয় করেছেন তিনি। পাশাপাশি কাজ করেছেন ওটিটিতে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’এ।

বিজ্ঞাপন

1686811409089

এদিকে ঈদে সিনেমা মুক্তি পেলেও নায়ক-নায়িকাদের নিয়ে আলোচনা হলেও পিছিয়ে থাকে চরিত্রাভিনেতারা। এ নিয়ে বেশ আক্ষেপ করে বলেন, আমার মনে হয় আমাদের মাঝে জেনারেশন গ্যাপ আছে। অনেক নির্মাতাই নায়কের পাশে কিংবা মূল চরিত্রের পাশে দাঁড় করিয়ে রাখে আমাদের, যেখানে আসলে কোন কাজ নেই আমাদের। আমি বলবো আমাদের নির্মাতারা একবার চরিত্রে অনুযায়ী কাজে লাগিয়ে দেখুক আমরা পারি কি না? পাশাপাশি শুধু নায়ক নায়িকাই নয় প্রতিটি চরিত্রে আলোচনায় আসা উচিত একটি সিনেমার। 

ঈদে মুক্তি পাওয়া তার তিন ছবি নিয়েই বেশ আশাবাদী জাহিদ ইসলাম। তিনি বলেন বরবাদ নিয়ে যা-ই বলি, তা কম হয়ে যাবে। শাকিব ভাই নিজেকে প্রতিটি সিনেমায় নতুনভাবে উপস্থাপন করছেন। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ। আর জংলি হতে পারে সিয়ামের কামব্যাক সিনেমা। সিনেমাটি যদি দর্শক পছন্দ করেন, তাহলে মাসের পর মাস হল থেকে নামবে না। বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় ও জংলির পরিচালক এম রাহিম আমাকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন। আশা করছি, সিনেমা দুটি আমার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ‘চক্কর ৩০২’ সিনেমাতো আমাকে ভিন্ন ভাবে দর্শক দেখতে পাবে।

বিজ্ঞাপন

485078892_2386236561746665_6998569042123080010_n

সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও দেখা যায় জাহিদের অভিনয়। শুধু খলনায়ক নয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চান একজন চরিত্রাভিনেতা হিসেবে। জাহিদ বলেন, ভালোবাসা থেকে অভিনয়ে এসেছি। অভিনয়ের সুযোগ রয়েছে, এমন সব ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে চাই; সেটা ইতিবাচক কিংবা নেতিবাচক, যা-ই হোক না কেন। দক্ষিণের বিজয় সেতুপতিকে আমার খুব ভালো লাগে। তাকে দুই ধরনের চরিত্রেই দেখা যায়। নিজেকেও সেভাবে গড়ে তুলতে চাই।

প্রসঙ্গত, ২০১৫ সালে শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে ঢালিউডে অভিষেক হয় জাহিদ ইসলামের। এর পর থেকে নিয়মিত অভিনয় করছেন তিনি। অভিনয় করেছেন ‘বসগিরি’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’সহ বেশ কিছু সিনেমায়।

আরটিভি/এএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |