ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

আমেরিকা থেকে যে বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৮ জুন ২০২৫ , ১১:৩৩ এএম


loading/img
ছবি: সংগৃহীত

বলিউড থেকে হলিউড দুই দিকেই জনপ্রিয় প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি তার এক প্রিয়জনকে হারিয়েছেন বলিউড তারকা। সুদূর আমেরিকা থেকে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় শোক জানালেন প্রিয়াঙ্কা।

বিজ্ঞাপন

নিজের ফুফা রমণ হান্দার মৃত্যুর খবরে প্রিয়াঙ্কা লিখেছেন, তুমি সবসময় আমাদের মনে থাকবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ আংকেল। ওম শান্তি। এই পোস্টে তিনি ট্যাগ করেছেন তার ফুফাতো বোন মানারা চোপড়া ও ফুফু কামিনী চোপড়াকেও।

‘বিগ বস ১৭’-এর মাধ্যমে আলোচিত মানারা চোপড়ার বাবা রমণ হান্দা সোমবার (১৭ জুন) মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বিজ্ঞাপন

মানারার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি ছিলেন আমাদের পরিবারের শক্তির স্তম্ভ। তার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর মানারা কান্নায় ভেঙে পড়েন এবং তাৎক্ষণিকভাবে মুম্বাইয়ের পথে রওনা দেন। মুম্বাই বিমানবন্দরে তার চোখের পানি ও ভাঙা মন ক্যামেরায় ধরা পড়ে। পাশে ছিলেন তার বোন মিতালি চোপড়া। 

পরিবারে এমন শোকের মুহূর্তে প্রিয়াঙ্কা দূরে থেকেও ভালোবাসা ও সমবেদনা জানিয়ে প্রমাণ করলেন পরিবারই সবার আগে।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |