ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

ভোটে দাঁড়ালেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত শিমুল!

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ জুন ২০২৫ , ০১:১৪ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ শিমুল শর্মা। নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তাকে প্রেম আর হাস্যরসের নানা গল্পে মগ্ন হয়ে থাকতে দেখেছেন অনুরাগীরা। এবার ধরা দিলেন ভিন্ন এক রূপে। জনপ্রিয়তার রঙ মাখা পর্দার এই তারকা এবার রাজনীতির মাঠে নেমেছেন! 

বিজ্ঞাপন

আসন্ন নোয়াখালীর জেলা প্রতিনিধি নির্বাচনে ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিমুল! ইতোমধ্যে প্রচারণাও শুরু করেছেন। সামাজিক মাধ্যমে নির্বাচনের পোস্টার প্রকাশ করেছেন অভিনেতা। এবার জনসাধারণের সেবার ব্রত নিয়ে নির্বাচনের মাঠে নেমেছেন। অভিনেতার ভোটের মার্কা ‘খুর’। তবে ঘটনাটি পুরোপুরি সত্য না। অভিনেতাকে ভালোবেসে অনুরাগীরা ভোটের মাঠে নামিয়েছেন। সেই ছবি নজর এড়ায়নি অভিনেতার। তিনিও দর্শকদের ভালোবাসাকে নিজের ফেসবুকে ভাগ করে নিয়েছেন। 

509356195_1287031563427422_4882558474902143439_n_20250622_102558339

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) সামাজিক মাধ্যমে ভাগ করে নেওয়া ওই পোস্টে দেখা যায়, পোস্টারের ওপরের অংশে ‘ব্যাচেলর পয়েন্টে’র অন্তরা (ফারিয়া শাহরিন), লামিয়া (লামিমা লাম), ইভার (পারসা ইভানা) ছবি।

এরপরই লেখা, তরুণ সমাজ সেবক, ন্যায় পরায়ন, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। বিখ্যাত পোছ মাস্টার এমপি কাবিলার (ব্যাচেলর পয়েন্টে জিয়াউল হক পলাশের চরিত্রের নাম) ছোট ভাইকে আপনার মূল্যবার ভোট দিয়ে মানুষের বাসার ছাদের জামা কাপড়ম আর পোছ দেবার সুযোগ দিন। প্রচারে নোয়াখালীর সর্বস্তরের জনগণ।

ওই পোস্টের ক্যাপশনে অভিনেতা শিমুল শর্ম লিখেছেন, কারে কি কমু! তারপরেও আছি। 

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |