ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

আমেরিকার জন্যই জ্বলছে আমার দেশ, মন্দানা কারিমির আবেগঘন বার্তা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ০১:৩০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার খবরে ব্যথিত হয়েছেন বলিউডের ইরানি অভিনেত্রী মন্দানা কারিমি। নিজের মাতৃভূমির ওপর আঘাত দেখে তিনি প্রকাশ করেছেন ক্ষোভ, কষ্ট আর অসহায়তা। এই আবেগঘন বার্তায় মন্দানা কারিমি শুধুই একজন অভিনেত্রী নন একজন কন্যা, একজন নাগরিক, একজন মানুষ হিসেবে নিজের দেশ ও মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (২২ জুন) সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে মন্দানা লেখেন, আমি কীভাবে ঠিক থাকব বলুন তো? সাধারন মানুষ মারা যাচ্ছে। শুধু ইরান বা ফিলিস্তিনে নয়, আমাদের চারপাশেই মানবতা ধ্বংস হচ্ছে। আমেরিকা ও ইসরাইল মিলে আমার দেশকে লক্ষ্য করছে, আর বিশ্ব চুপ করে আছে!

তিনি বলেন, আমি এখন ইরানের বাইরে থাকলেও মন পড়ে আছে দেশে। সেখানে মা, ভাই, ভাইপো সবাই রয়েছে। একটা ভুলে ওরা হারিয়ে যেতে পারে! কেউ ভুল বুঝবেন না আমি মৃত্যুকে ভয় পাই না। আমাদের রক্তে যুদ্ধ মিশে আছে। কিন্তু এটাও কি সহ্য করা যায়?

বিজ্ঞাপন

মন্দানার পোস্টে ফুটে উঠেছে গভীর দেশপ্রেম ও হতাশা, ইরান কেবল একটি দেশ নয়। ইরান মানে মায়ের হাতের ধুলোর মাঝে জুঁইফুলের ঘ্রাণ, ঘুমপাড়ানি গান। সেই ইরানের আজ মৃত্যু হচ্ছে। আমি সত্যিই ভালো নেই। দয়া করে প্রতিবাদ করুন। চুপ করে থাকবেন না। নীরবতা মানেই ভুলের অংশীদার হওয়া।

অভিনেত্রী মন্দানা আরও বলেন, নিজের খুব অসহায় লাগছে। আমার দেশ জ্বলছে আর গোটা বিশ্ব জাস্টিফাই করার চেষ্টা করছে। কেউ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। আবার কেউ কেউ তো হাততালিও দিচ্ছে। এগুলো মেনে নেওয়া সম্ভব নয়। ইরান শুধু কোনো দেশ নয়। শুধু শিরোনামে নয়। ইরান আমার মায়ের হাত ধুলোর মাঝে যেন জুঁইফুলের গন্ধ। যেন ঘুমপাড়ানি গান। সেই ইরানেরই মৃত্যু হচ্ছে। আমি সত্যিই ভালো নেই। দয়া করে সাহায্য করুন। প্রতিবাদ করুন। সব কিছু দেখে চুপ করে বসে থাকলে মনে হবে সত্যি কিছু ভুল হচ্ছে।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |