ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী স্বরা ভাস্কর। ফিলিস্তিনি জনগণের প্রতি বারবার সংহতি জানানো এই অভিনেত্রী এবার আরও স্পষ্ট ভাষায় নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান নিলেন।
সম্প্রতি ইংল্যান্ডের সংসদ সদস্য ক্লদিয়া ওয়েবের একটি পোস্ট শেয়ার করে স্বরা লিখেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, আজ বিশ্বের সবচেয়ে বড় হুমকি ইসরায়েল। শান্তি লঙ্ঘনের জন্য নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত।
এই পোস্টটিতে সমর্থন জানিয়ে স্বরা সেটি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যেখানে তিনি আগেও বহুবার গাজা ও ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন।
এর আগে ফিলিস্তিনের সমর্থনে মুম্বাইয়ের আজাদ ময়দানে আয়োজিত সভার প্রচার করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু এসব সমালোচনায় পিছপা হননি স্বরা। বরং ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা, বিশেষ করে গাজার পরিস্থিতি নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে সরব থাকছেন।
আগামী ১৮ জুন মুম্বাইয়ে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিন সংহতি সভার পোস্টারও তিনি শেয়ার করেছেন।
স্বরার এমন অবস্থানকে কেউ কেউ ‘সাহসী’ বলে প্রশংসা করছেন, আবার কেউ কেউ এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে এক বিষয় পরিষ্কার—ফিলিস্তিন ইস্যুতে তিনি তার অবস্থান থেকে এক চুলও সরে দাঁড়াচ্ছেন না।
আরটিভি/এসকে