ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

মঞ্চে নতুন নাটক ‘উজানে মৃত্যু’

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৬ মার্চ ২০১৮ , ১২:১০ পিএম


loading/img
ছবি: উজানে মৃত্যু নাটকের দৃশ্য

নতুন নাটক মঞ্চে নিয়ে আসছে নাট্য সংগঠন পালাকার। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘উজানে মৃত্যু’ নামে নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। আজ শুক্রবার, ১৬ মার্চ সন্ধ্যায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

পালাকাল সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ৭টায় নাটকটির প্রদর্শনী। ২০০২ সালের ১ বৈশাখ (১৪ এপ্রিল) থিয়েটারচর্চায় পথচলা শুরু করে পালাকার।

দীর্ঘদিন ধরে স্টুডিও থিয়েটার ভিত্তিক নাট্যচর্চায় সরব থেকে নাট্যাঙ্গনকে মুখর করে রেখেছে দলটি। রবীন্দ্রনাথের ডাকঘর, সেলিম আল দীন-এর বাসন, উডি এ্যলেনের ডেথ নকস, ব্রেটল্ড ব্রেখটের রাইফেল, ফ্রানজ জ. ক্রোয়েটজের রিকোয়েস্ট কনসার্ট- এমন নানান বিষয় বৈচিত্রের নাট্য নিরীক্ষা পালাকারকে স্বতন্ত্র এক পরিচয় এনে দিয়েছে।

বিজ্ঞাপন

মাঝে কিছুদিন বিরতি কাটিয়ে এবার সৈয়দ ওয়ালীউল্লাহ’র ‘উজানে মৃত্যু’ নাটক নিয়ে আবারো স্টুডিওকে সরব করে তুলতে আসছে পালাকারের একদল নবীন কর্মী। পালাকার তার পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই প্রযোজনাতেও স্বভাবজাত নিরীক্ষায় সৈয়দ ওয়ালীউল্লাহকে নতুন করে চিনে নেবার প্রয়াস গ্রহণ করেছে।

নাটকটিতে অভিনয় করছেন- আসাদুজ্জামান শুভ, সাজ্জাদ হোসেন নিষাদ, চারু পিন্টু, শতাব্দী সানজানা, সোনিয়া আক্তার, নির্ভানা ইভা।

বিজ্ঞাপন

নাটকটির শিল্প নির্দেশনায় রয়েছেন আমিনুর রহমান মুকুল, কোরিওগ্রাফি অনিকেত পাল বাবু, আলোক পরিকল্পনা বাবর খাদেমী, সঙ্গীত পরিকল্পনা অজয় দাশ, এবং মঞ্চ পরিকল্পনা শামীম সাগর।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

পিআর/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |