ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

বিদ্যুৎ পাচ্ছে অতি দরিদ্ররা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬ , ০৭:৫৫ পিএম


loading/img

দেশের প্রত্যন্ত অঞ্চলে অতি দরিদ্রদের মাঝে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে সরকার কাজ করছে। জানালেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৬’ অর্জনে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্পের সহায়তায় বাংলাদেশ ওয়াস অ্যালায়েন্স (বিডাব্লিউএ) সেমিনারটি আয়োজন করে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, এসডিজি অর্জনের জন্য বর্তমান সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। এসব কাজের মাধ্যমে বর্তমানে দেশের ৮৭ শতাংশ মানুষ নিরাপদ পানির অওতায় এসেছে। ভিশন-২০২১ এর আগেই শতভাগ মানুষ নিরাপদ পানির আওতায় আসছে।

তিনি বলেন, নিরাপদ স্যানিটেশন নিশ্চিতে বর্তমান সরকার অনেক পথ এগিয়েছে। দেশে বর্তমান জনসংখ্যার ৯৯ শতাংশ মানুষ এখন যেকোনো ধরনের টয়লেট ব্যবহার করছে। মাত্র ১ শতাংশ মানুষ খোলা স্থানে টয়লেট করছে। এসডিজি অর্জনে বর্তমান সরকার নিরাপদ পানি এবং স্যানিটেশন খাতে সাফল্যের দুয়ারে। এর পাশাপাশি  সাবার কাছে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য নূরজাহান বেগম মুক্তা বলেন, টেকসই উন্নয়নের জন্য আগে টেকসই সমাজ, টেকসই অর্থনীতি এবং টেকসই পরিবেশ তৈরি করা দরকার। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে নিরাপদ পানি এবং স্যানিটেশনের পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত হয়েছে। এছাড়া শিশু মৃত্যু হার এবং সংক্রামক রোগের ঝুঁকি কমেছে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে দেশের মানুষের গড় আয়ু এবং মাথাপিছু আয় অনেক বেড়েছে। সামাজিক এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশ ভারতের থেকে অনেক উন্নত। এ খাতে দেশ অনেক এগিয়েছে।

বাংলাদেশ ওয়াশ এ্যালায়েন্সের চেয়ারপার্সন ও ওয়াটাএইডের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডর্প চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান আবুল বাশার, বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন স্পেশালিস্ট রোকেয়া আহমেদ, ডর্পের গবেষণা প্রধান মো. যোয়ের হাসান।

 

এসজেড

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |