ঢাকাশুক্রবার, ০৮ আগস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

ফের এস আই শহীদের কথা-সুরে শফিক তুহিন

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৩ নভেম্বর ২০১৬ , ০৫:১৫ পিএম


loading/img

'পরাণ'র তুমুল সাফল্যের পর ফের এস আই শহীদের লেখা ও সুরে গাইলেন সঙ্গীতশিল্পী শফিক তুহিন। 'বন্ধুয়া' শিরোনামের গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।

বিজ্ঞাপন

শহীদ আরটিভি অনলাইনকে বললেন,  তুহিন ভাইয়ের সঙ্গে নতুন কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। গানটি লেখা ও সুর করার পর থেকেই ভাবছিলাম তার কণ্ঠেই এটি ভালো শোনাবে।

তিনি আরো বললেন, এর আগে তুহিন ভাইয়ের সঙ্গে 'পরাণ' গানটি করেছিলাম। গান ও মিউজিক ভিডিওটি দর্শকরা ব্যাপক পছন্দ করেছেন। এবারের গানটি নিয়েও খুব আশাবাদী। ফোকধাঁচের গানটির মিউজিক ভিডিও শিগগিরই তৈরি হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

এরই মধ্যে এস আই শহীদের লেখা 'অনেক দামে কেনা' ছবির দিলটা লাগে খালি খালি আইটেম গান'সহ এফএ সুমনের 'ও পাখিরে', শফিক তুহিনের 'দিশেহারা অনুভব' ব্যাপক শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

এইচএম/ডিএইচ   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |