ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

চমক নিয়ে হাজির আসিফ-আঁখি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২০ আগস্ট ২০১৮ , ০৫:৫০ পিএম


loading/img

ঈদে নতুন চমক নিয়ে হাজির হলেন বাংলা গানের যুবরাজ-খ্যাত আসিফ আকবর ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর।

বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে এই জুটির নতুন গান-ভিডিও ‘ওরে পাখি’। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

আজ সোমবার বিকেলে মিউজিক ভিডিওটি আরটিভি মিউজিক (ইউটিউব) চ্যানেলে প্রকাশ হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে আসিফ আকবর বলেন, উৎসবে শ্রোতারা যে ধরনের গান শুনতে পছন্দ করেন, এটি ঠিক তেমনই একটি গান। ভিডিও নির্মাণ দারুণ হয়েছে। আমাকে ও আঁখি আলমগীরকে ভিন্ন আঙ্গিক ও লুকে দর্শকরা দেখতে পাবেন।

তিনি আরও বলেন, রোমান্টিক ধাঁচের গান ‘ওরে পাখি’। সুহৃদ সুফিয়ান গানের কথামালা সুন্দর করে সাজিয়েছেন। জুয়েল মোর্শেদের সঙ্গীত আয়োজনও অসাধারণ। সেই সঙ্গে বাড়তি পাওয়া হিসেবে আছে আঁখি আলমগীর। শ্রোতাদের আমি বলবো বাংলা গান শুনুন, বাংলা গানের সঙ্গে থাকুন। শুধু আমার গান নয়, দেশের নতুন পুরনো সবার গান উপভোগ করুন।

আঁখি আলমগীর বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে আমার বেশ কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন। এই গানটিও সুন্দর। নতুন গান-ভিডিও সবার ভালো লাগবে বলে আশা করছি।   

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এম/পিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |