ঈদে ‘নীল রংধনু’ শিরোনামের নাটকে গান গেয়েছেন কনা। গানটির শিরোনাম ‘মন বলছে তাই’। মাছরাঙা টেলিভিশনে সম্প্রতি প্রচারিত এই নাটকটি পছন্দ করেছেন দর্শক। এই নাটকের শেষে গানটি আংশিক উপভোগ করেছেন দর্শক। এবার পুরো গানটি প্রকাশ হয়েছে জাগো মিউজিকের ইউটিউব চ্যানেলে।
‘নীল রংধনু’ নাটকটি নির্মাণ করেছেন হাসান রেজাউল। তার নাটকের ‘মন বলছে তাই’ শিরোনামের গানটি লিখেছেন মাসুম আওয়াল। সুর ও সঙ্গীতায়োজনে করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী। গানের ভিডিওতে পাওয়া যাবে নাটকের দুই অভিনয়শিল্পী এফ এস নাঈম ও শবনম ফারিয়াকে।
-------------------------------------------------------
আরও পড়ুন : প্রতি মিনিটে শাহরুখের আয় কত?
-------------------------------------------------------
হাসান রেজাউল বলেন, ‘গান শুনতে কে না পছন্দ করেন। নাটকের এই গানটি অনেক সুন্দর হয়েছে। তাই এটি আমরা আলাদাভাবে প্রকাশ করলাম। নাটকে কিছু অংশ শুনে পুরো গানটি শোনার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। সঙ্গীতপ্রেমীদের জন্য আমাদের এই ছোট্ট উপহার। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’
নতুন এই গানটি নিয়ে কণ্ঠশিল্পী কনা বলেন, ‘এটা আমার ভীষণ পছন্দের একটি গান। যেদিন আমি প্রথম গানটি গেয়েছি সেই দিন থেকে আমি চেয়েছি এই গানটি যেন ভালো একটা জায়গাই পৌঁছায়। অসম্ভব সুন্দর কথা ও সুরের ইনোসেন্ট প্রেমের একটি গান ‘মন বলছে তাই’। আমার নিজের গাওয়া কিছু প্রিয় গানের মধ্যে এটা একটা।’
গানটির সুরকার ও সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী বলেন, ‘গানের কথাগুলো ছিল অনেক সুন্দর। কনা আপা দারুণ গেয়েছেন। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’
এম/পিআর