ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

বাহুবলী তারকার বিয়ে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮ , ০৬:০৪ পিএম


loading/img

ভারত তথা বিশ্বের অনেক দেশের মানুষের কাছেই পরিচিত নাম প্রভাস। ‘বাহুবলী’ ছবির মাধ্যমে বিশ্বব্যাপী চলচ্চিত্রপ্রেমীদের কাছের মানুষ হিসেবে পরিচিত পেয়েছেন তিনি। এই তারকা অভিনেতার প্রেম ও বিয়ে নিয়ে ভারতীয় গণমাধ্যমে কম জল্পনা-কল্পনা হয়নি।

বিজ্ঞাপন

বিশেষ করে আরেক তারকা অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে বহুবার তার বিয়ে ও প্রেমের গুঞ্জন শোনা গেছে। মাঝে শোনা গিয়েছিল কোনও এক ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন প্রভাস। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার সত্যি বিয়ে করতে পিঁড়িতে বসছেন প্রভাস। এমন একটি তথ্য আবারও ভেসে আসছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী মাসে প্রভাসের জন্মদিন। আর ওইদিনই নাকি বিয়ের দিন, তারিখের ঘোষণা করবেন নায়ক নিজেই। অক্টোবরের ২৮ তারিখ নিজের জন্মদিনে বিয়ের ঘোষণা করবেন প্রভাস। এছাড়া জন্মদিনেই প্রভাসের নতুন চলচ্চিত্র ‘সাহো’র প্রথম লুকও প্রকাশ্যে আসবে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে ভক্তদের জন্যে আর কী কী সারপ্রাইজ নিয়ে অপেক্ষা করছেন এই সুপারস্টার।

বিজ্ঞাপন

প্রভাসের বিয়ে নিয়ে নানা গুঞ্জন রয়েছে। মোস্ট এলিজিবল ব্যাচেলর হিসেবে তার বেশ কদর আছে নারী মহলে। বাহুবলীর দ্বিতীয় কিস্তির পর নাকি ৬ হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। এখন দেখার বিষয় নিজের ঘরণী হিসেবে প্রভাস কাকে পছন্দ করেন।

আরও পড়ুন :

এম/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |