ঢাকাবৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

নতুন গান-ভিডিও ‘ঐ নীল দু’চোখ’

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৭ এপ্রিল ২০১৯ , ০৯:৪৩ পিএম


loading/img
ছবিতে- মাহবুবুল আলম শান ও ফারহান অহি

সময়ের শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী শান। গান সৃষ্টিতেই বেশি আনন্দ পান তিনি। এরই মধ্যে উপহার দিয়েছেন একাধিক জনপ্রিয় সব গান।

বিজ্ঞাপন

‘কন্যারে’ এবং ‘সখী’র ব্যাপক সাফল্যের পর এবার ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে আবারও আসছে শানের নতুন গান। শিরোনাম ‘ঐ নীল দু’চোখ’।

তৌসিফ আহমেদের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন বব ভিভিয়ান। আর মিউজিক প্রোগ্রামার হিসেবে ছিলেন অমিত চ্যাটার্জী। 

বিজ্ঞাপন

রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হিসেবে আছেন মাহবুবুল আলম শান ও ফারহান অহি। থাকছে কন্ঠশিল্পী শানের উপস্থিতিও।

এ ব্যাপারে শান বলেন, এটি একটি পিওর রোমান্টিক গান। প্রেমিক হৃদয়ের আবেগ ছড়িয়ে দেয়া গান। প্রতিটি প্রেমিকই তার প্রেয়সীর চোখে হারিয়ে যায়। কেউ দেখতে পায় বিশাল আকাশ, কেউ বা উত্তাল সমুদ্র। চমৎকার একটি লিরিক। শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আর ভিডিওটাও অন্যরকম হয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।

বিজ্ঞাপন

বাঙালীর অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য বাংলা নববর্ষ উপলক্ষেও ডিএমএস থেকে বেশ কিছু গান-ভিডিও প্রকাশ হবে। এরই ধারাবাহিকতায় সোমবার তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘ঐ নীল দু’চোখ’ গানটির ভিডিও।

বিজ্ঞাপন

পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এম/ডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |