ঢাকারোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সঙ্গীতশিল্পী পৃথ্বীরাজ মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ১৫ ডিসেম্বর ২০১৯ , ১০:৩৯ এএম


loading/img
পৃথ্বীরাজ। ছবি ফেসবুক থেকে নেওয়া।

তরুণ সঙ্গীতশিল্পী, সুরকার, সঙ্গীত পরিচালক পৃথ্বীরাজ আর নেই।

বিজ্ঞাপন

আজ রোববার ভোর সাড়ে ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পৃথ্বীরাজের ভাই ঋতু রাজ তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই তথ্য জানান। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

বিজ্ঞাপন

পৃথ্বীরাজের ঘনিষ্ঠজনেরা জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে পৃথ্বীরাজ ধানমন্ডিতে নিজের স্টুডিওতে যান। রাত সাড়ে ১২টা পর্যন্ত দরজা খোলেননি তিনি। কক্ষের ভেতরে কোনো সাড়াশব্দও পাওয়া যায়নি। বিষয়টিতে আতঙ্কিত হয়ে তার পরিবারকে খবর দেয়া হয়। দরজা ভেঙে স্টুডিওর ভেতরে তার নিথর অবস্থায় পাওয়া যায়।  রাত তিনটার দিকে তাকে পরিবারের লোকজন সিটি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা শেষে আজ ভোররাত সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শিল্পী রেহানের গাওয়া 'আমার এই বাজে স্বভাব কোনো দিন যাবে না' গানের পরিচালক ছিলেন তিনি।সঙ্গীতের পাশাপাশি পৃথ্বীরাজ এবিসি রেডিওতে কাজ করতেন তিনি।

জিএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |