ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

করোনা প্রতিরোধের অ্যান্টিবডি আছে ম্যাডোনার শরীরে

বিনোদন ডেস্ক

শনিবার, ০২ মে ২০২০ , ০৪:০১ পিএম


loading/img
ম্যাডোনা। ফাইল ছবি।

৬১ বছরের বয়সী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী ম্যাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোষ্ট করেছেন।  এই গায়িকা জানিয়েছেন, তিনি বাইরে বের হতে চান, বাতাসে শ্বাস নিতে চান। এই পোস্টের কারণ ১৪ দিন ধরে ঘরের বাইরে পা ফেলেননি মার্কিন সঙ্গীতশিল্পী ম্যাডোনা।

বিজ্ঞাপন

পোস্টে দেখা যাচ্ছে, ম্যাডোনা বসে রয়েছেন একটি টাইপরাইটারের সামনে, কিছু একটা টাইপ করছেন। টাইপ করতে করতেই জানালেন এই খবর।

বিজ্ঞাপন

লকডাউনে ঘরবন্দি ম্যাডোনা ইনস্টাগ্রামে পোস্ট করছেন তার কোয়ারেন্টিন ডায়েরি। তিনি জানিয়েছেন, পরীক্ষা করিয়েছিলাম, দেখা গেছে আমার শরীরে অ্যান্টিবডি রয়েছে। তাই কাল আমি লং ড্রাইভে যাবো, জানালা খুলে দেবো, করোনার এই বাতাসে শ্বাস নেবো। সূর্য নিশ্চয়ই ঝকঝক করবে তখন। আগামীকাল নতুন একটি দিন, আমি ঘুম থেকে উঠে সম্পূর্ণ অন্যরকম একটা অনুভূতি চাই।

এর আগে করোনার সময়ে ঘরে থাকার বার্তা দিয়ে ম্যাডোনা কয়েকটি পোস্ট করেন। এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন ত্রাণ তহবিলে দানও করেছেন তিনি।

করোনাভাইরাসের কারণে কিছুদিন আগে প্যারিসের দুটি কনসার্ট বাতিল করতে হয়েছে ম্যাডোনাকে।

বিজ্ঞাপন

যদিও আমেরিকার সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল এখনও বলেনি, শরীরে অ্যান্টিবডি থাকার অর্থ একেবারে করোনা আশঙ্কামুক্ত হয়ে যাওয়া কিনা। এ ক্ষেত্রে আর সামাজিক দূরত্বের দরকার নেই বলেও তারা জানায়নি।

বিজ্ঞাপন

জিএ/এম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |