ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ইভ্যালিতে ইসলামী পোশাক কিনলেই ১০০০ টাকার কসমেটিক্স ফ্রি

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২০ মে ২০১৯ , ০৩:০৮ পিএম


loading/img

দেশের সবচেয়ে বড় অনলাইন শপিংমল ইভ্যালিতে চলছে হুলস্থুল অফার। ঈদ উপলক্ষে এই প্ল্যাটফর্ম থেকে কিছু কিনলেই ছাড় পাচ্ছেন ক্রেতারা।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ১৫ মে থেকে ঈদ কেনাকাটার অফার শুরু হয়েছে। এটির শেষ দিন আজই।

ঝড়ো অফারে যা রয়েছে:

বিজ্ঞাপন

১. ভিভো, স্টার টেক ও এস্কয়ার ইলেকট্রনিক্সের যে কোনও পণ্য কিনলেই থাকছে ১০ শতাংশ ক্যাশব্যাক ভাউচার।

ভিভো : https://evaly.com.bd/shop/evaly-vivo-official-store
স্টার টেক: https://evaly.com.bd/shop/star-tech
এস্কয়ার ইলেকট্রনিক্স: https://evaly.com.bd/shop/esquire-electronics-evaly-store

২. ইদ উপলক্ষে ইনফিনিক্স মোবাইলে ১৫ শতাংশ ক্যাশব্যাক ভাউচার দিচ্ছে ইভ্যালি। এজন্য আপনার পছন্দের পণ্যটি নিতে https://evaly.com.bd/shop/infinix-mobility এই লিংকে যোগাযোগ করতে হবে।

বিজ্ঞাপন

৩. ফ্রি টনিক প্যাকেজ ও গিফ্‌ট পাওয়া যাবে এই লিংকে  https://evaly.com.bd/

৪. ১৫ মে থেকে আগামী ২০ মের মধ্যে ইভ্যালি থেকে যেকোনও ধরনের পণ্য কিনে বিকাশে পেমেন্ট করলেই মিলবে ২০ শতাংশ ক্যাশব্যাক।

৫. ইভ্যালি ঈদ প্রোফাইল ফ্রেম ব্যবহার করে পণ্য কিনলেই পাওয়া যাবে ৫ শতাংশ ক্যাশব্যাক। 

৬. ইভ্যালি ম্যাজিকবক্সে ৩ শতাংশ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

এছাড়া সালেহ ইলেকট্রনিক্স থেকে ১টি পণ্য কিনলে আরেকটা ফ্রি পাবেন ক্রেতারা। https://evaly.com.bd/shop/saleh-electronics এ গিয়ে কেনা যাবে সালেহ ইলেকট্রনিক্সের পণ্য।

আজ বিশেষ দিন:

ইভ্যালির ঝড়ো অফার আজ রাত ১২টায় শেষ হচ্ছে। এজন্য এদিনের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি বলছে, ঈদের কেনাকাটায় বিশেষ এই দিনে ইসলামী পোশাকে বিশেষ ছাড় দেয়া হয়েছে। আজ রাত ১২টার মধ্যে কেউ ইভ্যালি থেকে ইসলামিক ক্লোথিং ও লাইফস্ট্যাইল ব্র্যান্ড ক্যান্ডেল এর আবায়া, কেইপ বা শ্রাগ কিনলেই কালার ম্যাক্স ব্র্যান্ডের ১০০০ টাকার কসমেটিক্স একদম ফ্রি পাবেন।

https://evaly.com.bd/shop/-390 এ ঠিকানায় পণ্যগুলোর অর্ডার দেয়া যাবে। এই অফার শুধু আজকের জন্য।

এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |