ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

পার্থ বড়ুয়ার বাবা আর নেই

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ , ০৮:৫৯ এএম


loading/img
পার্থ বড়ুয়া ও তার বাবা বিমল কান্তি বড়ুয়া

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ব্যান্ডদল সোলসের অন্যতম সদস্য ও জনপ্রিয় গায়ক পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে পরলোকগমন করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০। 

জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বিমল কান্তি বড়ুয়া। বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকার সবুজবাগের বৌদ্ধমন্দির তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে অনিত্য সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

গায়কের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে ও পার্থর ছোট ভাই দীপন বড়ুয়া। তিনি বলেন, ঢাকার বাসায়ই মারা গেছেন বাবা। তার মরদেহ বারডেমের হিমঘরে রাখার প্রস্ততি নেওয়া হচ্ছে।

পার্থর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী গ্রামে। সেখানেই তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। 

এদিকে গত ১ মে রাতে ব্যক্তিগত কাজে যুক্তরাজ্যে গেছেন পার্থ। বাবার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন এই গায়ক।

বিজ্ঞাপন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার ছিলেন পার্থর বাবা বিমল কান্তি বড়ুয়া। পাশাপাশি বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন তিনি। 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |