ঢাকা

ডিসিসি মার্কেটে আগুন পরিকল্পিত!

মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০১৭ , ০১:৩৩ পিএম


loading/img

রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। তারা বলছেন, বহুতল ভবন নির্মাণের জন্য ইচ্ছা করে মার্কেটে আগুন দেয়া হয়।

বিজ্ঞাপন

সোমবার রাতে ডিসিসি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট এখনো আগুন নেভাতে পারেনি। এরইমধ্যে আগুনে মার্কেটের  দু’টি অংশ ধসে পড়েছে। পানি সংকটে আগুন নেভানোর কাজ কিছু সময়ের জন্য থমকে গেলেও ফের চালু হয়েছে।

ডিসিসি মার্কেটের ব্যবসায়ী ইথান এন্টারপ্রাইজের শফিকুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, পরিকল্পিতভাবে আগুন ধরানো হয়েছে। কারণ আগুন লাগার আধ ঘণ্টা পর ভবন ধসে পড়ার কথা নয়। তাছাড়া দীর্ঘ দিন ধরে মার্কেট ভেঙে বহুতল ভবন তৈরির কথা বলা হচ্ছে। এখন নতুন করে ভবন তৈরি করতেই আগুন লাগানো হয়েছে।

বিজ্ঞাপন

ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, আমাদের কোটি টাকা ক্ষতি হয়েছে। রাতে শুনলাম মার্কেটে আগুন লাগছে। তখনই ছুটে আসি। মার্কেট ভাঙ্গার জন্যই এ নাশকতা করা হয়েছে।

তিনি বলেন, ১৯৮৩ সালে এরশাদ সরকার এই মার্কেটটি নির্মাণ করে। তখন থেকে দোকান বরাদ্দ নিয়ে ব্যবসা করছেন দোকান মালিকরা। ২০১০ সালে মেট্রো গ্রুপ ১৮ তলা ভবন নির্মাণের কাজ পায়। তখন থেকে তারা অনেক বার মার্কেট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়।

বিজ্ঞাপন

এইচটি/ জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |