মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। হঠাৎ অনুভূত এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে।
বিজ্ঞাপন
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এ ভূকম্পন অনুভূত হয়। এ সময় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসা-বাড়ি ও অফিস থেকে দ্রুত নিচে নেমে আসেন লোকজন।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস পর্যবেক্ষণে জানা গেছে, ভারতের ত্রিপুরায় ভূমিকম্পের উৎপত্তি। রিখটারস্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ৫। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৬৯ কিলোমিটার,বাংলাদেশ ভারত সীমান্ত এলাকার ত্রিপুরার আমবাসায়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৮ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জেএইচ