গত ২৪ ঘণ্টায় ২৮ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ৩০৮ জনের নমুনা পরীক্ষা করার পর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি।
বুধবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৯ দশমিক ০৯ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৫০৬ জন। এর মধ্যে এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। এ ছাড়া ২০২০ সালের ৮ মার্চ থেকে শনাক্ত হয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯০১ জন, এর মধ্যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত শনাক্ত ৩৫৯ জন।
আরটিভি/একে -টি