ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বিশ্ব কিডনি দিবসে ইউনাইটেড হসপিটালে ফ্রি চিকিৎসা সেবা

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০১৭ , ০৫:৪২ পিএম


loading/img

বিশ্ব কিডনি দিবসে প্রতিবছরের মতো এবারো ইউনাইটেড হসপিটালে বিনামূল্যে হেলথ চেক বুথ চালু করা হয়। বৃহস্পতিবার সকালে  চিকিৎসক,  নার্স ও অন্যান্য কর্মকর্তারা  হেলথ চেক বুথ উদ্বোধনের মাধ্যমে দিবসটির সূচনা করেন।

বিজ্ঞাপন

এ উপলক্ষে হসপিটালের নেফ্রোলজি  কনসাল্টেন্ট, প্রফেসর এম. মুজিবুল হক মোল্লা বলেন, এবারের বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য ‘স্থুলতা কিডনি রোগ বাড়ায়’।   

তিনি বলেন, কিডনি ও এর জটিলতার সব রোগের চিকিৎসায়, ইউনাইটেড হসপিটালের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

এ সময় ইউনাইটেড হসপিটালের চীফ এক্সিকিউটিভ অফিসার জনাব নাজমুল হাসান,  চীফ অব কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ারসহ চিকিৎসক,  নার্স ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এই ফ্রি হেলথ চেক বুথে পাঁচশতাধিক রোগী ও তাদের স্বজনেরা স্বাস্থ্য পরীক্ষা করার সুবিধা গ্রহণ করে।

এমকে

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |