ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

তিন দেশে দুর্ভিক্ষে ২ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

শনিবার, ১১ মার্চ ২০১৭ , ১২:০৬ পিএম


loading/img

১৯৪৫ সালের পর থেকে বিশ্ব এখন সবচেয়ে বড় মানবিক সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে নিরাপত্তা পরিষদে এ সতর্কবার্তা দেন সংস্থাটির মানবিক সহায়তা বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়ান।

বিজ্ঞাপন

তিনি বলেন, খাবারের অভাবে ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও নাইজেরিয়ার দু’কোটির বেশী মানুষ চরম দুর্ভিক্ষের মুখোমুখি।

জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে এতোদিন পর্যন্ত এতো বেশি মানুষ এমন সংকটে পড়েননি বলে জানান ওব্রায়ান। এসব দেশের গভীর মানবিক সংকট সামাল দিতে পর্যাপ্ত রসদ নেই জাতিসংঘের।

বিজ্ঞাপন

ওব্রায়ান বলেন, যদি এখনি সমন্বিত পদক্ষেপ নেয়া না হয়, তাহলে এসব দেশের বহু মানুষ মারা যাবে। বিশেষ করে ইয়েমেনের সবচেয়ে বেশি সহায়তা দরকার। কারণ দেশটির দুই তৃতীয়াংশ জনগোষ্ঠী, যাদের সংখ্যা ১ কোটি ৯০ লাখ সংকটে পড়েছে এবং সেখানকার পরিস্থিতি আরো খারাপের দিকে যাচ্ছে।


এফএস/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |