পাবনার আটঘরিয়ায় অগ্নিকাণ্ডে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার সময় তিনি ঘরে ঘুমিয়ে ছিলেন।
বিজ্ঞাপন
সোমবার উপজেলার একদন্ত ইউনিয়নের ডেঙ্গারগ্রামে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৫টি ঘর পুড়ে গেছে।
আটঘরিয়া থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ডেঙ্গারগ্রামে আব্দুর সাত্তারের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে আব্দুল কাদের ও ইদ্রিস আলীর বাড়িতে। এর মধ্যে ঘরে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান সিদ্দিকুর রহমান।
বিজ্ঞাপন
আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
এসএস