প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে তিনি নয়াদিল্লি যাচ্ছেন।
সবশেষ ২০১০ সালে রাষ্ট্রীয় সফরে ভারত যান প্রধানমন্ত্রী। মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার দিল্লি সফরের সময়সূচি যৌথভাবে ঘোষণা করেছে।
৪ দিনের রাষ্ট্রীয় সফর ৭ এপ্রিল শুরু হয়ে ১০ এপ্রিল শেষ হবে। সফর শুরুর পরদিন ৮ এপ্রিল দু্’ দেশের প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠক হবে।
বৈঠকে প্রতিবেশী দু’ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এছাড়া বহু প্রতিক্ষীত তিস্তার পানি বন্টন চুক্তি নিয়েও আলোচনার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ভারত এবং বাংলাদেশের আন্তরিক ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও সম্প্রসারিত করবে বলে মনে করছে দু’ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরকালে শেখ হাসিনা নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে অবস্থান করবেন। দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে বৈঠক করবেন তিনি। সফর শেষে ১০ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি দ্বিতীবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার এটাই প্রথম ভারত সফর।
এইচটি/এমকে