ঢাকারোববার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০১৭ , ০৫:২৮ পিএম


loading/img

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কাছে পাঠানো প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব-১ কাজী নিশাত রসুলের পাঠানো ফ্যাক্সবার্তায় এ তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুক্রবার সকালে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের সমাধিসৌধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশ বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

এরপর সেখানে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ‘খোকা  থেকে  বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র দেখানো হবে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান খান জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া সমাধিসৌধ কমপ্লেক্স এলাকাসহ পুরো গোপালগঞ্জে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |