চীনে হাজার বছরের পুরোনো প্যাগোডা উহুয়া টেম্পলের সংস্কারের কাজ শুরু হয়েছে।
বিজ্ঞাপন
প্যাগোডাটি সং শাসনামলে (৯৬০-১২৭৯) তৈরি হয়। তবে এটির কিছু নির্মাণসামগ্রী আরো পুরনো তাং শাসনামলের (৬১৮-৯০৭)। টেম্পল কমপ্লেক্সের অন্যান্য অংশ ধ্বংস হয়ে গেলেও উহুয়া টেম্পলটি অক্ষত রয়েছে। স্থানীয়রা প্যাগোডাটিকে লাওইয়াঙের টাওয়ার অব পিসা বলে ডাকে।
ইইয়াঙ কাউন্টির সংস্কৃতি ব্যবস্থাপনা বিষয়ক প্রধান হু জিয়াফেং বলেন, সংস্কারের অভাবে এটি ক্ষয়ে যাচ্ছিল।এরই মধ্যে এটির অনেক পাথর ধসে গেছে। চলতি বছরের শেষ নাগাদ সংস্কার কাজ শেষ হবে ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এপি/ এমকে