ঢাকাসোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

রোববার, ২৬ মার্চ ২০১৭ , ১২:০৪ এএম


loading/img

২৫ মার্চ গণহত্যায় শহীদদের স্মরণে খাগড়াছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উড়ানো হয়েছে।   শনিবার সন্ধ্যায় শহরের কদমতলী এলাকায় জেলা আওয়ামী লীগ এ কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে সকালে কদমতলী এলাকা থেকে একটি শোক মিছিল বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিজ্ঞাপন

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |