ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

কেরানিগঞ্জের পাইকারি মার্কেটে বেচাকেনায় ভাটা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ০৮ এপ্রিল ২০১৭ , ০৩:৩৬ পিএম


loading/img

 

বিজ্ঞাপন

পহেলা বৈশাখ দরজায় কড়া নাড়লেও পোশাক বিক্রি করতে পারছেন না কেরানীগঞ্জের গার্মেন্টস কারখানাগুলোর মালিকরা। নানা সমস্যায় পাইকারি ক্রেতারা কেরানীগঞ্জে আসছেন না ক্রেতারা। 

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রতিবছর বিপুল পরিমাণ বাহারি রঙের পোশাক তৈরি করে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা কেরানীগঞ্জের তৈরি পোশাক কারখানাগুলো। এ পোশাক পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে।

বিজ্ঞাপন

তবে পহেলা বৈশাখকে ঘিরে অন্যান্য বছর পাইকারি ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও এ বছর দেখা গেছে ভিন্ন চিত্র। ক্রেতা সংকটে পোশাক বিক্রির লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে লোকসানের মুখে পড়েছেন তারা। 

ব্যবসায়ীদের অভিযোগ, অধিকাংশ পাইকারি ক্রেতারা সদরঘাটে এসে নৌকায় এখানকার পোশাক আনা নেয়া করেন। কিন্তু এ বছর খেয়াঘাটে অতিরিক্ত টাকা আদায় করায় কেরানীগঞ্জে আসার আগ্রহ হারাচ্ছেন তারা। 

তারা বলছেন, রাস্তার বেহাল দশা ক্রেতাদের না আসার অন্যতম কারণ। এমন লোকসান থেকে রক্ষায় সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন তারা।

বিজ্ঞাপন

আরকে/এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |